‘চাটার্ড ফ্লাইটে চলে গিয়েছিল, এখন টোটোয় ফিরতে চাইছে,’ দলবদলুদের কটাক্ষ কুণালের

কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'চায়ে-পে চর্চা' নিয়ে শুরু হয় নয়া শোরগোল। তবে কুণালের (Kunal Ghosh) দাবি, কে কাকে হোয়াটস অ্যাপ করছেন, কে কাকে চিঠি দিচ্ছেন ফেরার জন্য, কে সৌজন্যে বৈঠক করছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। দল সবকিছুই নজরে রেখেছে।

'চাটার্ড ফ্লাইটে চলে গিয়েছিল, এখন টোটোয় ফিরতে চাইছে,' দলবদলুদের কটাক্ষ কুণালের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 20, 2021 | 8:19 PM

হুগলি: “যাঁরা তৃণমূল (TMC) থেকে বিজেপি (BJP)-তে গিয়েছিলেন তাঁরা কেউ আর থাকতে চাইছেন না। তাঁরা চাটার্ড ফ্লাইটে করে গিয়েছিলেন। এখন টোটো করে ফিরতে চাইছেন।” রবিবার কোন্নগর নবগ্রামে দলীয় কর্মসূচীতে এসে দলবদলু নেতাদের এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

একুশের ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপিতে গিয়েছিলেন একঝাঁক নেতা। কিন্তু ভোটের ফলাফলের পর তাঁদের অনেকেই এখন ‘বেসুরো’। যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল থেকে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়রা। চাটার্ড ফ্লাইটে চেপে দিল্লি গিয়ে গেরুয়া পতাকা তুলে নেওয়া এই নেতারা অনেকেই আর বিজেপিতে থাকতে চান না বলে দাবি কুণালের। তবে এঁরা কারা, তা বিশদে বলতে চাননি তিনি। কুণালের কথায়, “অনেকেই আছেন, কারও নাম করছি না।”

কুণালের দাবি, বিজেপি বাংলার বিরুদ্ধে এমন কিছু ষড়যন্ত্র করছে যে ওই নেতারা আর সে দলে থাকতে চান না। তবে তাঁদের মধ্যে কারা আবার তৃণমূলে স্থান পাবেন, সে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিভিন্ন জেলায় দলবদলু নেতাদের ঘরওয়াপসি নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ এবং বিতর্ক। কুণালের দাবি, “যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে লড়াইটা জিতেছেন, তাঁদের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন কোনও কাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব করবে না।”

স্বয়ং কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘চায়ে-পে চর্চা’ নিয়ে শুরু হয় নয়া শোরগোল। তবে কুণালের দাবি, কে কাকে হোয়াটস অ্যাপ করছেন, কে কাকে চিঠি দিচ্ছেন ফেরার জন্য, কে সৌজন্যে বৈঠক করছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। দল সবকিছুই নজরে রেখেছে।

আরও পড়ুন: বাকিদের শো-কজ, ‘বেসুরো’ রাজীবকে সুরে ফেরানোর চেষ্টায় দিলীপ 

এমনকি রাজীবের তৃণমূলের যোগও নির্ভর করছে মমতার সিদ্ধান্তের ওপর বলে জানালেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে কুণালের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন। সবাই জানেন কারা ছেড়ে গিয়েছিলেন, আর কাদের বাদ দিয়ে দলটা জিতেছে।