‘রাজ্যপাল বিজেপির বড় শনি’, ফের ধনখড়কে তোপ কল্যাণের
সোমবারই রাজ্যপাল দার্জিলিং যাচ্ছেন। সেখানে সাত দিন থাকার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। আলিপুরদুয়ারের বিজেপি (BJP) সাংসদ জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি করেন।
হুগলি: রাজ্যপাল জগদীপ ধনখড়ের দিল্লি সফরকে কেন্দ্র করে একের পর এক তোপ দেগে চলেছেন তৃণমূল নেতানেত্রীরা। ফের একবার রাজ্য়পালকে তোপ দাগলেন শ্রীরামপুরের তৃণমূল(TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।
রবিবার, রক্তদান শিবিরে গিয়ে রাজ্যপালকে ‘শনি’ বলে তোপ দাগেন কল্য়াণ। শ্রীরামপুরের সাংসদ বলেন, “রাজ্যপাল চরকি পাক দিন। আরও ঘুরুন। ওঁ যত ঘুরবেন তত ভাল। বিজেপির হয়ে কাজ করুন রাজ্যপাল।” উল্লেখ্য, নারদ মামলা চলাকালীন ধনখড়কে ‘রক্তচোষা রাজ্যপাল’ বলে কটাক্ষ করেছিলেন। খোদ রাজ্যপাল কল্যাণের সেই কটাক্ষকে নিশানা করে টুইটও করেছিলেন।
He is senior functionary @AITCofficial @MamataOfficial
He is senior parliamentarian @LokSabhaSectt
He is senior advocate @barcouncilindia @barandbench
Just stunned but leave the matter to sound discretion of cultured people of West Bengal and media @PTI_News @IndEditorsGuild pic.twitter.com/i7bZ0wE5G9
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 23, 2021
তৃণমূল সাংসদ আরও বলেন, “২০২৪-এ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন গোটা ভারতবর্ষে বিজেপির কেলেঙ্কারির খবর পাওয়া যাবে।” সোমবারই রাজ্যপাল দার্জিলিং যাচ্ছেন। সেখানে সাত দিন থাকার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। আলিপুরদুয়ারের বিজেপি (BJP) সাংসদ জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি করেন। সেই প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, “ওঁ নতুন সাংসদ হয়েছে। তাই এসব বলছেন। বাংলাকে কোনওভাবে ভাগ হতে দেব না।” অন্যদিকে, বিজেপি নেতা সায়ন্তন বসু বাংলায় ৩৫৬ ধারা চালু করার দাবি করেছিলেন। সে প্রসঙ্গে কল্যাণ বলেন, “হেরে গিয়েও ওঁরা এত্ত কথা বলেন। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে এরপর আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না।” যদিও, কল্যাণের এই মন্তব্যের বিরুদ্ধে নীরবই থেকেছে গেরুয়া শিবির।
আরও পড়ুন: ‘সন্ধির’ পথে শতাব্দী-অনুব্রত! ৩ বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত দুই নেতৃত্ব