Recruitment Scam: নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ায় দাপুটে তৃণমূল নেতা শাহিদ ইমাম টাকা ঢালতেন বলিউডেও
Recruitment Scam: পেশায় একজন প্রাথমিক স্কুলে শিক্ষক হয়ে কীভাবে এমন রমরমা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই তৃণমূল নেতাকেই শুক্রবার গ্রেফতার করল সিবিআই।
আরামবাগ: চাকরি বিক্রির অভিযোগে সিবিআই (CBI) শুক্রবার যে ৬ জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে রয়েছেন হুগলির (Hooghly) আরামবাগের দাপুটে তৃণমূল (TMC) নেতা তথা হুগলি জেলা তৃণমুলের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমাম। তাঁকে কেউ ‘মহারাজ’ আবার কেউ ‘শুভম’ নামেও চেনেন। তাঁর বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাটের কথা অনেকেরই জানা। তৃণমূল নেতা নিজে মুখে বিভিন্ন সময়ে জানিয়েছেন যে তিনি টলিউডে ও বলিউডে প্রয়োজনায় টাকা ঢেলেছেন। পেশায় একজন প্রাথমিক স্কুলে শিক্ষক হয়ে কীভাবে এমন রমরমা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই তৃণমূল নেতাকেই শুক্রবার গ্রেফতার করল সিবিআই। নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় সংস্থা তাঁকে এজেন্ট বলেই চিহ্নিত করেছেন। অভিযোগ, তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গিয়েছে, এক সময় আরামবাগের মুথাডাঙা এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন এই শাহিদ ইমাম। বাম আমলে এই শাহিদ ইমামের বাবা হাসান ইমাম ২ বার তৃণমূলের টিকিটে বিধানসভা ও লোকসভায় প্রার্থীও হন। রাজ্যে পালাবদলের পরে রাতারাতি ওষুধের দোকান থেকে সম্পত্তি বাড়তে শুরু করে শাহিদের।
হাওড়ার উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পান শাহিদ। অপরদিকে এলাকায় তৃণমুল নেতা হিসেবেও প্রভাবশালী হতে থাকেন তিনি। বর্তমানে বর্ধমান শহরে তাঁর একটি ডান্সবার রয়েছে, আরামবাগে রয়েছে বিলাসবহুল বাড়ি। কলকাতা ও মুম্বইয়ে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট আছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
তিনটি বাংলা সিনেমার প্রযোজনা করেছেন শাহিদ ইমাম। অভিনয়ও করেছেন মিউজিক ভিডিয়োতে। টলিউডে শুধু নয়, বলিউডে শুভম নামে আত্মপ্রকাশ হয় তাঁর। শুভম নামে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। চাকরি চুরির টাকা সিনেমা তৈরিতে ব্যবহার করা হয়েছে কি না তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে সিবিআই।