TMC MLA: সাত সকালে ড্রেনে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক, পা ফুলে ঢোল
TMC MLA: রাস্তায় বেরতেই বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। জলের সমস্যার কথা বলেন এলাকার মানুষজন। বিধায়ক শুনছিলেন মন দিয়ে। তার মধ্যেই ঘটে যায় বিপত্তি।
হুগলি: সাত সকালে বিপত্তি। জনসংযোগ করতে বেরিয়ে সোজা ড্রেনে পড়ে গেলেন বিধায়ক। মাঝ পথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে ছুটলেন বিধায়ক। বৃহস্পতিবার সকালে এলাকার পরিস্থিতি দেখতে বেরিয়ে পড়েছিলেন হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানেই ড্রেনের মধ্যে ঢুকে যায় তাঁর পা।
দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন বিধায়ক। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যার কথা তাঁকে জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। কোনও রকমে তাঁকে টেনে তোলেন তাঁর নিরাপত্তারক্ষী ও দলের কর্মীরা।
এরপরও কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন বিধায়ক। কিন্তু পা ফুলে যাওয়ায় মাঝপথে বসে পড়েন। জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাঁকে। ব্যান্ডেলে অর্থপেডিক সার্জেনকে দেখান তিনি। সঙ্গে সঙ্গে এক্স-রে করা হয়। চিকিৎসক জানান বিধায়কের পায়ে চিড় ধরেছে। এক মাস বিশ্রাম নিতেও বলা হয়েছে বিধায়ককে। বিধায়ক বলেন, ‘ড্রেনে ফাঁক ছিল। সেই ড্রেনের ভিতর ঢুকে গিয়েছি। সবাই টেনে তুলল।’
এই খবরটিও পড়ুন
বিধায়ক আরও জানিয়েছেন, অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। ১০টা জল চুরির ঘটনাও ঘটেছে। দুটো পাম্প ধরা হয়েছে।