Hooghly: প্রেম করে বিয়ে, সেই নাবালিকারই মৃত্যু! গ্রেফতার শ্বশুরবাড়ির ২ জন

Hooghly: নাবালিকার বাবার অভিযোগ, বিয়ের পর থেকে মেয়েকে নির্যাতন করা হত শ্বশুড়বাড়িতে। সোমবার সন্ধেয় মেয়ের শ্বশুড়বাড়ি থেকে ফোন করে বলা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে জামাই ফোন করে বলে গলায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়েছে সে।

Hooghly: প্রেম করে বিয়ে, সেই নাবালিকারই মৃত্যু! গ্রেফতার শ্বশুরবাড়ির ২ জন
মৃত্যু নাবালিকারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 7:22 PM

হুগলি: ভালবেসে বিয়ে করেছিল নাবালিকা। তারই অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন। মৃতের পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে খুন করেছে মেয়েকে। ইতিমধ্যে এই ঘটনায় মামলা রুজু হয়েছে থানায়। গ্রেফতার হয়েছেন দু’জন।

নাবালিকার বাবার অভিযোগ, বিয়ের পর থেকে মেয়েকে নির্যাতন করা হত শ্বশুড়বাড়িতে। সোমবার সন্ধেয় মেয়ের শ্বশুড়বাড়ি থেকে ফোন করে বলা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে জামাই ফোন করে বলে গলায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়েছে সে। এই খবর শোনার পরই মেয়ের শ্বশুড়বাড়ি পৌঁছন মৃতের মা-বাবা। সেখানে গিয়ে দেখেন বিছানায় পড়ে আছে তাঁদের মেয়ে। তুলে নিয়ে মগড়া হাসপাতালে গেলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে।

মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৮৫/৮০(২)/৩(৫) বিএনএস ও ৬(১) পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মগড়া থানার পুলিশ। এই ঘটনার মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইমামবাড়া হাসপাতালে।

এ প্রসঙ্গে, মৃতার বাবা বলেন, “সন্ধে সাতটার সময় বলল আমায় ওর শ্বশুরবাড়ি থেকে বলল আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি মেয়েকে খুঁজে মগড়া স্টেশন থেকে নিয়ে গিয়ে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়িতে। এরপর দেখি ফোন করে বলছে মেয়ে সুইসাইড করেছে।”