Arambag: NGO-র নাম করে স্কুলে গ্রুপ ডি চাকরি! তাতেও বিস্তর জালিয়াতি
Arambag: NGO-র মাধ্যমেই নিযুক্ত হওয়া এক কর্মী বলেন, "আমাকেই ফোন করেছিল NGO-র তরফ থেকে। বলেছিল স্কুলের ময়লা পরিষ্কারের কাজ দেওয়া হবে। তারপর স্কুল কর্তৃপক্ষও কাজে নেয়।
![Arambag: NGO-র নাম করে স্কুলে গ্রুপ ডি চাকরি! তাতেও বিস্তর জালিয়াতি Arambag: NGO-র নাম করে স্কুলে গ্রুপ ডি চাকরি! তাতেও বিস্তর জালিয়াতি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Fraud-Case-8.jpg?w=1280)
আরামবাগ: গোঘাটের একটি স্কুলে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিযুক্ত হয়েছেন। অভিযোগ, NGO-র নাম করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। ২০২৪-এর মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করলেও বেতন পাচ্ছেন না অনেকেই সমান্তরালভাবে উঠে এসেছে এই অভিযোগও। কিন্তু সরকারি শিলমোহর ছাড়া কীভাবে এই নিয়োগ হল, তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আবার আজব যুক্তি খাড়া করেছে। কর্মীর অভাব থাকায়, তারা প্রশ্ন তোলেনি, কিন্তু বেতন কে দেবে, তা জানা নেই, দাবি স্কুল কর্তৃপক্ষের। নিয়োগের বিষয় নিয়ে স্কুল পরিদর্শকের কাছেও কোনও খবর নেই।
NGO-র মাধ্যমেই নিযুক্ত হওয়া এক কর্মী বলেন, “আমাকেই ফোন করেছিল NGO-র তরফ থেকে। বলেছিল স্কুলের ময়লা পরিষ্কারের কাজ দেওয়া হবে। তারপর স্কুল কর্তৃপক্ষও কাজে নেয়। চার মাস কাজ করছি, কিন্তু মাইনে পাইনি। স্কুল কর্তৃপক্ষ বলছে, এনজিও কাজ দিয়েছে, মাইনের বিষয়ে এনজিও-কেই ফোন করতে হবে।”
আরেক প্রতারিত চাকরিপ্রাপক সুদক্ষিণা মণ্ডল বলেন, “ওই সংস্থা আমাদের বলেছিল, এনজিও-র মাধ্য়মে কাজ দেওয়া হচ্ছে। আমাদের পাড়ার সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তির আন্ডারে আমি কাজে ঢুকেছি। আমাকে ৩০ হাজার টাকা অনলাইনের মাধ্যমে দিয়েছি।”
প্রতারিতরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। সরকারি স্কুলে গ্রুপ ডি কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ। এনজিও-র আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। যে ব্যক্তি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এপ্রসঙ্গে স্কুল পরিচালন সমিতির সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা বলেন, “আমি জানি যে একটি এনজিও, এই সমস্ত প্রার্থীদের বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল। এখানে দায়বদ্ধ থাকে এনজিও। তারাই বেতন দেবে। এখানে স্কুলের কোনও দায়বদ্ধতা নেই।”
প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতি বলেন, “স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী নিয়োগ দীর্ঘদিন নেই। ছাত্রছাত্রী প্রচুর। সেই তাগিদেই হয়তো কাজে লাগিয়েছিল। তবে স্কুলগুলোর আরও সতর্ক থাকা উচিত ছিল।”
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)