West Bengal Assembly Election 2021 Phase 4: লকেটকে কালো পতাকা, আক্রান্ত TV9 বাংলা, ভাঙল প্রতিনিধির চশমা-গাড়ির কাচ

চতুর্থ দফার ভোটে (West Bengal Assembly Election 2021 ) উত্তেজনা ইশ্বরবাগান এলাকায়। লকেট চট্টোপাধ্যায়ের (Loket Chatterjee) গাড়িতে ভাঙচুর।

West Bengal Assembly Election 2021 Phase 4: লকেটকে কালো পতাকা, আক্রান্ত TV9 বাংলা, ভাঙল প্রতিনিধির চশমা-গাড়ির কাচ
লকেট চট্টোপাধ্যায়কে কালো পতাকা
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 11:13 AM

হুগলি: লকেট চট্টোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। চতুর্থ দফার ভোটে (West Bengal Assembly Election 2021 ) উত্তেজনা চুঁচুড়ার ইশ্বরবাগান এলাকায়। লকেট চট্টোপাধ্যায়ের (Loket Chatterjee) গাড়িতে ভাঙচুর। আক্রান্ত সংবামাধ্যমও। হামলা করা হয় TV9বাংলার প্রতিনিধির ওপর। ভাঙল প্রতিনিধির চশমা। হামলায় পর পর দাঁড়িয়ে থাকা গাড়ির কাচও ভেঙেছে।

ইশ্বরবাগানের উত্তর বাহার এলাকায় মূলত সংখ্যালঘুদের বাস। শনিবার সকালে সেখানে যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে একটি বুথে ভোটার লাইনে কিছু গন্ডগোল হয়। ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন লকেট। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরেন এলাকাবাসী। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যাচ্ছে, যাঁরা কালো পতাকা দেখিয়েছেন, তাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দ রয়েছে।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে বাহিনী। বাড়ি থেকে বেরিয়ে রুখে দাঁড়াতে দেখা যায় মহিলাদের। হামলা হয় সংবাদমাধ্যমের ওপরেও। হামলা করা হয় TV9 বাংলার প্রতিনিধির ওপর। তাঁর চশমা ভেঙে যায়। সংবাদমাধ্যমের একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি রীতিমতো তপ্ত। নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।