ভোট মিটতেই ফের উত্তপ্ত চুঁচুড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা এলাকায়

West Bengal Assembly Election 2021 Phase 4: চতুর্থ দফার ভোট ঘিরে হিংসার ছবি প্রকট।

ভোট মিটতেই ফের উত্তপ্ত চুঁচুড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা এলাকায়
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 9:13 PM

হুগলি: ভোট পর্বের শেষেও অশান্তি পিছু ছাড়ল না চুঁচুড়ার (Chinsurah)। শনিবার বিকেলে কলেজিয়েট স্কুলের সামনে বিজেপি-তৃণমূলের সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। হিংসায় দু’পক্ষের সাতজন কর্মী আহত হয়েছেন।

বিজেপির অভিযোগ, তারা যখন ওই স্কুলের ক্যাম্প অফিসের বাইরে বসেছিল, তখন তাঁদের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামে কটূক্তি করা হয়। তাতেই ঝামেলা বাধে। প্রাথমিক কথা কাটাকাটি হাতাহাতিতে পৌঁছয়। এরপরই তুমুল গোলমাল বাধে দুই দলের কর্মী-সদস্যদের মধ্যে।

সংঘর্ষে আহত হন তৃণমূলের তিনজন। বিজেপি দু’জনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা করা হয়। আহত বিজেপির কর্মী সপ্তশতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল নেতা অমিত রায়ের নেতৃত্বে তাঁদের মারধর করা হয়। বাইরে থেকে লোক এনে হামলারও অভিযোগ তোলে বিজেপি।

আরও পড়ুন: বাড়ি বাড়ি ঢুকে মারধরের অভিযোগ, পাঁচলায় কাঠগড়ায় সেই কেন্দ্রীয় বাহিনী

তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অমিত রায় বলেন, “বিজেপি আমাদের দলের মহিলা কর্মীদের খারাপ কথা বলছিল। তার প্রতিবাদ করায় আমাদের কর্মীদের উপর চড়াও হয়। ওদের হামলায় আমাদের তিনজন কর্মী আহত হন।”