CV Ananda Bose: রাজ্যপাল বোসের মুখেও ‘মোদীজির গ্যারান্টির’ কথা, কী বললেন তিনি

CV Ananda Bose: বুধবার হুগলির উত্তরপাড়ায় গণ ভবনে পিএম সুরজ পোর্টালের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বক্তব্য রাখার সময় বাংলার সাংবিধানিক প্রধানের গলাতেও শোনা গেল 'মোদীজির গ্যারান্টির' কথা। বললেন, 'সমস্ত সন্দেহের এখানেই অবসান হবে। কারণ, এটাই মোদীজির গ্যারান্টি।'

CV Ananda Bose: রাজ্যপাল বোসের মুখেও 'মোদীজির গ্যারান্টির' কথা, কী বললেন তিনি
প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যপাল বোসImage Credit source: Facebook and PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 7:22 PM

উত্তরপাড়া: কেন্দ্রীয় সরকারের পিএম সুরজ পোর্টালের সুখ্যাতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে। সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে আর্থিক সুযোগ সুবিধার এক নতুন সোপানে পৌঁছে দেবে এই পিএম সুরজ পোর্টাল। এর মাধ্যমে খুব সহজেই কেন্দ্রীয় সরকারের থেকে ঋণ পাওয়া যাবে। বুধবার হুগলির উত্তরপাড়ায় গণ ভবনে পিএম সুরজ পোর্টালের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বক্তব্য রাখার সময় বাংলার সাংবিধানিক প্রধানের গলাতেও শোনা গেল ‘মোদীজির গ্যারান্টির’ কথা। বললেন, ‘সমস্ত সন্দেহের এখানেই অবসান হবে। কারণ, এটাই মোদীজির গ্যারান্টি।’

এরপরই রাজ্যপাল বোস আরও বলেন, ‘আত্মনির্ভর হওয়ার জন্য ভারত তৈরি। লম্বা সফর, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব।’ ভারতের আত্মনির্ভর হওয়ার মানেও এদিন বোঝালেন রাজ্যপাল। ভারত শুধু নিজের জন্যই নয়, বন্ধু দেশগুলিরও সাহায্য করছে, আত্মনির্ভর ভারতের ব্যাখ্যা দিতে গিয়ে সে কথাও তুলে ধরেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। দশ কোটি বাঙালি ভাই-বোনের সঙ্গে আমরা দারিদ্রের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে লড়াই করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। আর এই লড়াই সবথেকে ভাল অস্ত্র হল পিএম সুরজ পোর্টাল।’

এদিন উত্তরপাড়ার গণ ভবনে বক্তব্য রাখার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর কথাও উঠে আসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথায়। এর পাশাপাশি মোদী সরকারের বেশ কিছু জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন রাজ্যপাল। যেমন, বেটি বাঁচাও, বেটি পড়াও, কিষান সম্মান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।