Pandua Crime: অনেকদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি! স্বামী ও মেয়েকে কোপাল মহিলা

Hooghly: বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থানে উপস্থিত হন।

Pandua Crime: অনেকদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি! স্বামী ও মেয়েকে কোপাল মহিলা
ইমামবাড়া হাসপাতালের নিজস্ব ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 6:03 AM

পাণ্ডুয়া: পারিবারিক অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে। কোনও কিছুতেই মিটছিল না সমস্যা। এরপরই চরম পদক্ষেপ। দরজা ভেঙে বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হল তিনজনকে। এলাকায় পাণ্ডুয়া থানার পুলিশ।

আহতদের নাম সুবিকাশ ঘোষ (৬৫), সুলগ্না ঘোষ (২৪) তন্দ্রা ঘোষ (৫৫)। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল ঘোষ পরিবারে। জানা গিয়েছে সেই অশান্তির জন্যই স্বামী সুবিকাশ ও মেয়ে সুলগ্নাকে বটি দিয়ে কুপিয়েছেন তন্দ্রা। বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থানে উপস্থিত হন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে আহতদের। তাঁদেরকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক।

সুবিকাশ বাবুর খুরতুতো ভাই লক্ষীকান্ত ঘোষ বলেন,”আমি শুনেছি ওখানে গন্ডগোল হচ্ছে। সেই শুনে এলাকায় গেছিলাম। আমরা প্রথমে মনে করেছি ডাকাত পড়েছে। বাড়িটা ফাঁকাতো তাই। এসে দেখি এই সব হয়েছে। দাদা আর ভাইঝিকে বউদি মেরেছে। ওদের মধ্যে মনে হয় বাড়ির মধ্যে কোনও অশান্তি ছিল। বউদির মনে হয় মানসিক কোনও সমস্যা আছে,নাহলে এই ভাবে কুপোতে পারেনা। প্রথমে দরজা খোলা যাচ্ছিলো না। পরে পুলিশ এসে দরজা খোলে। ভাইজি ও দাদার অবস্থা ভালো না।

প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখ পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।  স্ত্রীয়ের পরকীয়া রয়েছে। এই অভিযোগে নাবালক ছেলের সামনেই বউকে প্রথমে কাঠ, পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী। ঘটনাস্থান নিউটাউন।

জানা গিয়েছে, দীর্ঘদিন নিউটাউন থানা এলাকার শুলংগুড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা হালদারের সঙ্গে স্বামী রুবেল হালদারের বনিবনা হচ্ছিল না। স্বামীর সন্দেহ স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে ঝামেলা হত তাঁদের। প্রিয়াঙ্কা থাকতেন বাপের বাড়িতে। তাঁর সঙ্গে ছিল তাঁদের একমাত্র ছেলে। সকালে হঠাৎ শ্বশুরবাড়িতে উপস্থিত হন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁর ছেলে।

কিন্তু বাড়ির দরজায় তালা দেখে তিনি তা ভাঙতে উদ্যত হন বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে স্ত্রীয়ের আগমনের খবর পেয়ে কর্মক্ষেত্র থেকে ছুটে আসেন স্বামী। বাড়ির সামনে বিতণ্ডা শুরু হয় তাঁদের। প্রথমে কথা কাটাকাটি পরে মারধর। স্ত্রী বাড়িতে ঢুকতে চাইলে এর পর কাঠ দিয়ে তাঁকে মারধর করেন কাঠ ব্যবসায়ী স্বামী বলে অভিযোগ। তার পর ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের এলোপাথাড়ি কোপ মারেন স্বামী রুবেল বলে অভিযোগ। মা কে রক্তাক্ত অবস্থায় দেখে নাবালক ছেলে ভয়ে সিঁটিয়ে যায়। দৌড়ে পালায় সে।

আরও পড়ুন: Nikhil-Nusrat: বিচ্ছেদ মামলায় হারের পর নুসরতের প্রথম পোস্ট, নিলিখ বললেন ‘শয়তান’-এর থেকে মুক্তি