Sheoraphuli: ৩ ডুবন্ত যুবককে বাঁচাতে ওড়না ফেলে দিলেন যুবতী, বাঁচলেন একজন

Hooghly: তলিয়ে যাওয়া যুবকদের নাম প্রদীপ সিং(২৫) রেখা রাম(২৬) ও লখিন্দর সিং(২৪)। এরা শ্রীরামপুর রজ্যধরপুরের একটি কারখানার শ্রমিক।

Sheoraphuli: ৩ ডুবন্ত যুবককে বাঁচাতে ওড়না ফেলে দিলেন যুবতী, বাঁচলেন একজন
এই তরুণীই প্রাণে বাঁচান যুবককে (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 8:30 PM

শেওড়াফুলি: মর্মান্তিক ঘটনা! শেওড়াফুলিতে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল দুই যুবক। তবে ঠিক সিনেমার কায়দায় এদের মধ্যে একজনকে ওড়না ফেলে বাঁচালেন তরুণী। জানা গিয়েছে, ওই যুবকরা প্রত্যেকেই শ্রীরামপুরের একটি কারখানার শ্রমিক।

তলিয়ে যাওয়া যুবকদের নাম প্রদীপ সিং(২৫) রেখা রাম(২৬) ও লখিন্দর সিং(২৪)। এরা শ্রীরামপুর রজ্যধরপুরের একটি কারখানার শ্রমিক। আজ দুপুর বেলায় ওই তিনজন শেওড়াফুলি ছাতু গঞ্জের ঘাটে স্নান করতে নামে। তখনই টাল সামলাতে না পেরে গঙ্গার জলে তলিয়ে যায় দু’জন। অপর একজন হাবুডুুবু খেতে থাকেন। এদিকে ওই ঘাটে তখন স্নান করছিলেন নাসিমা খাতুন নামে এক তরুণী। যুবকদের ডুবে যেতে দেখে তিনি তাঁর ওড়না ফেলে দেয় লখিন্দরের দিকে।

ওড়না ধরে কোনও ভাবে প্রাণে বাঁচেন লখিন্দর। বাকি দুজন তলিয়ে যায়। খবর পেয়ে লঞ্চ ঘাটে পৌঁছায় পুলিশ। লঞ্চ দিয়ে তাঁদের খোঁজে তল্লাসি শুরু করে। নাসিমা খাতুন নামে ওই তরুণী বলেন, ‘তাঁরা চারজন তখন স্নান করছিলেন। সেই সময় তিন যুবক জলে নামে। হঠাৎ করেই তিনজন ডুবে যেতে থাকে। হাত তুলে বাঁচাও-বাঁচাও করতে থাকে। তখন আমার ওড়নাটা আমার এক বন্ধুকে দিয়ে দিই সে ওড়না ছুঁড়ে দিতে একজন তা ধরে উঠে আসে। সে সময় ঘাটের আসে পাশে আর কেউ ছিল না।’ অন্যদিকে, লখিন্দর জানায়, “তাঁরা স্নান করতে নেমেছিল। পা পিছলে পড়ে যায় সে। প্রদীপ তাঁকে বাঁচাতে যায়। তখন ডুবে যায় যায়। তবে ওই তরুণীর ওড়না ধরে সে প্রাণে বাঁচে।”

বস্তুত, গত মাসের ঘটনা। হুগলির চুঁচুড়ায় মার্চ মাসে ১০ দিনে ৮ জন ডুবে গিয়েছেন বলে খবর। শুরু হয়েছিল দোলের দিন অর্থাৎ ১৮ তারিখ। চুঁচুড়া তুলো পট্টি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় রূপম দাস নামে এক যুবক। পরদিন তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দলের দিনেই চুঁচুড়ারই অন্য আর একটি ঘাট অর্থাৎ ঘণ্টা ঘাটে শিবম বসাক নামে এক যুবকের মৃত্যু হয়। দোলের পরদিন তুলোপট্টি ঘাটে গঙ্গার চড়ে স্বামীর সঙ্গে স্নান করতে নেমে বানের জলে ভেসে যান মধ্যম গ্রামের তরুণী পিয়ালী কর্মকার। ঠিক তার দু’দিন পর তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এরপর গত ২৪ তারিখ হুগলি জেলখানা সংলগ্ন ঘাটে বন্ধুদের সঙ্গে মদ খেতে খেতে রিল ভিডিয়ো শ্যুট করার পর স্নান করতে নেমে তলিয়ে যায় রাকেশ রজক। তাঁর এখনও খোঁজ মেলেনি। রাকেশের মায়ের অভিযোগে তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: TMC Leader Dance: ‘ডন’-এর গান বাজিয়ে ‘মদ্যপ’ অবস্থায় কোমর দোলালেন তৃণমূল নেতা!

আরও পড়ুন: Accident: পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছিল দেওরের, শেষকৃত্যে যেতে গিয়েই মর্মান্তিক পরিণতি বৌদিরও