Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: শেষের পথে চাঁদমারি ব্রিজের কাজ, কী কী সুবিধা হবে এই সেতু চালু হলে?

Howrah: ব্রিজটির দৈর্ঘ্য ১৩৪ মিটার। ব্রিজটির দুই দিকে ২৭টি করে কেবল রয়েছে। যা ব্রিজটিকে মজবুত ও টেকসই করবে। ব্রিজটি ২৬.৪১ মিটার চওড়া। এরমধ্যে পথচারীদের যাওয়ার জন্য ফুটপাত থাকবে।

Howrah: শেষের পথে চাঁদমারি ব্রিজের কাজ, কী কী সুবিধা হবে এই সেতু চালু হলে?
শেষের পথে চাঁদমারি ব্রিজের কাজ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2025 | 9:35 PM

হাওড়া: হাওড়া স্টেশনের কাছে চাঁদমারি ব্রিজ। পুরনো সেতুর জায়গায় তৈরি হচ্ছে চার লেনের কেবল টাইপ ব্রিজ। ১৯৩৩ সালের পুরনো ব্রিজের জায়গায় নতুন ব্রিজ চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করছে পূর্ব রেল। এর ফলে যানজট কমবে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তা আরও সুরক্ষিত হবে। হাওড়ার অন্যতম ব্যস্ত এই রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকতে সাহায্য করবে নতুন এই ব্রিজ।

ব্রিজটির দৈর্ঘ্য ১৩৪ মিটার। ব্রিজটির দুই দিকে ২৭টি করে কেবল রয়েছে। যা ব্রিজটিকে মজবুত ও টেকসই করবে। ব্রিজটি ২৬.৪১ মিটার চওড়া। এরমধ্যে পথচারীদের যাওয়ার জন্য ফুটপাত থাকবে।

পূর্ব রেল জানিয়েছে, পরিকল্পনামতো নির্মাণকাজ এগিয়ে চলেছে। ২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ হবে। গাড়ি চলাচলে যাতে অসুবিধা না হয়, সেকথা মাথায় রেখেই নির্মাণকাজ চলছে। যে কাজগুলি বাকি রয়েছে, তার মধ্যে রয়েছে স্টিল ডেকের ইনস্টলেশন। সালকিয়া ও ময়দান-ব্রিজের দু’দিকেই রাস্তা পুনর্গঠন করতে হবে।

এই ব্রিজের কাজ শেষ হলে নানা সুবিধা পাওয়া যাবে। প্রথমত, যানজট কমবে। যাত্রী ও পথচারীদের সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে। সবমিলিয়ে এই অঞ্চলে পরিবহণ ব্যবস্থা আরও ভাল হবে। এই এলাকার উন্নয়নেও সহায়তা করবে এই ব্রিজ।