সাধারণের জন্য খুলে গেল বেলুড় মঠ, তারকেশ্বরের গর্ভগৃহ
প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে সকাল এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত মঠ খোলা থাকবে।
হাওড়া: দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ (Belur Math)। করোনার জেরে দীর্ঘদিন মঠ বন্ধ ছিল। বুধবার থেকে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে সকাল এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত মঠ খোলা থাকবে। বন্ধ থাকবে মিউজিয়াম। তবে দেখা যাবে না সন্ধ্যা আরতি। প্রসাদ বিতরণও হবে না। দর্শনার্থীদের সামাজিক দূরত্ব মানতে হবে। মাস্ক পরাও বাধ্যতামূলক।
এদিকে, বুধবার থেকেই খুলে গেল তারকেশ্বর মন্দিরের (Tarakeswar Temple) গর্ভগৃহও। মাস পাঁচেক আগে মন্দির খুললেও, বন্ধ ছিল গর্ভগৃহ। সামনেই শিব চতুর্দশী। তার আগেই এই গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। শুধুমাত্র ফুল, বেলপাতা, ও জল নিয়ে প্রবেশ করা যাবে। জ্বালানো যাবে না ধূপ ও মোমবাতি। গর্ভগৃহে একেকবারে ২০ জন করে দর্শনার্থীকে ঢোকানো হবে।
আরও পড়ুন: বন্ধ ঘরে বিধানসভার কর্মীর ঝুলন্ত দেহ, পাশেই ঝুলছিল স্ত্রী ও একমাত্র ছেলে! জোকায় ভয়ানক ঘটনা
তবে আগেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বর মন্দির। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারছেন ভক্তরা।