হাসপাতাল থেকে ফিরেই অরূপ রায় ‘সেবক’এর ভূমিকায়! পুরনো ফ্লেক্স সাদা তাপ্তিতে নয়া সমীকরণ
গর্ব থেকে সেবক হওয়ার পথটা কতটা মসৃণ হল, তা বলবে আগামীর রাজনীতির পাটিগণিতের হিসাব।
হাওড়া: হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্তও ছিলেন ‘গর্ব’, হলেন ‘সেবক’। হাওড়ায় (Howrah) অরূপ রায়ের (Arup Roy)পোস্টারে গর্বের ওপর সাদা কাগদ কেঁটে সাঁটিয়ে দেওয়া হল, তাতে লেখা হল ‘সেবক’! রাজনীতির কুশীলবদের চোখ এড়ায়নি বিষয়টি। বলছেন একটা শব্দের গুরুত্বই কিন্তু অপরিসীম। বাতলে দিচ্ছে গোটা জেলায় নেতার ভূমিকা।
রাস্তার ধারের একটি ফ্লেক্স। হাত জোড় করে দাঁড়িয়ে অরূপ রায়। পাশে নেত্রীর ছবি। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের তরফে দেওয়া সেই ফ্লেক্সে আগে লেখা ছিল ‘হাওড়ার গর্ব অরূপ রায়’। পথচলতি মানুষের চোখে পড়েছিল ফ্লেক্স। পুজো পেরিয়েছে বেশ কয়েক মাস আগেই। এরই মধ্যে হাওড়ার রাজনীতির সমীকরণে বদলে গিয়েছে অঙ্ক। মন্ত্রিত্ব ও দল ছেড়ে জেলা সভাপতির দায়িত্বে থাকা লক্ষ্মীরতন শুক্লা। মন্ত্রিত্ব ছেড়েছেন তবে এখনও দল ছাড়েননি রাজীব বন্দ্যোপাধ্যায়।
একুশের নির্বাচনের আগেই জটিল পরিস্থিতি হাওড়ার রাজনীতিতে। এমতাবস্থায় হাওড়ায় তৃণমূলের ব্যাটন আপাতত অরূপ রায়ের হাতেই, বলছে রাজনৈতিক মহল। রাজীব-শুক্লার ইস্তফার পর অরূপের ওপর ভরসা করেই জেলা সংগঠনে একতার সুর গাঁথতে চাইছেন নেত্রী। সেক্ষেত্রে খুব বেশি করে সাংগঠনিক ভিত মজবুত করতেই জোর দিচ্ছেন নেত্রী। ‘সেবক’ শব্দটির মধ্যে সুপ্ত জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়টি। হাওড়াবাসীর খুবই কাছের হয়ে ওঠার জন্যই গর্ব থেকে ‘সেবক’ হলেন অরূপ, বলছেন রাজনীতির বিশ্লেষকরাই।
আরও পড়ুন: ‘অরূপ রায় বিজেপিতে আসতে চাইছেন, কিন্তু নেব না’
কিছুদিন আগেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরূপ। বুধবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার সকালেই পৌঁছে যান হাওড়ার নতুন রাস্তার মোড়ে। নবান্ন থেকে বেশি দূর নয়। তড়িঘড়ি এই বদল কিসের জন্য? অরূপ রায়ের হেসে উত্তর , ” ছোট্ট কাজ। সেরে এলাম।”
একুশের লড়াইকে চ্যালেঞ্জ হিসাবে নিতে প্রস্তুত তিনি! লড়াইটা করবেন এক্কেবারে ময়দানে নেমেই। তাই বাড়ি ফিরতেই তাঁর ফ্লেক্সে ‘গর্বে’ সাঁটল সাদা কাগজ। লেখা হল সেবক! গর্ব থেকে সেবক হওয়ার পথটা কতটা মসৃণ হল, তা বলবে আগামীর রাজনীতির পাটিগণিতের হিসাব।