Howrah: মধ্যরাতে পায়ে দড়ি বেঁধে ঘনিষ্ঠতা! চরম মুহূর্তের মাঝে প্রেমিকার একটা কাজেই যৌনাঙ্গ কাটা পড়ল যুবকের

Howrah: জানা গিয়েছে, ডোমজুড়ের বাসিন্দা শেখ কাইফের সঙ্গে দীর্ঘদিনের প্রেম পার্বতীপুর শেখ পাড়ার বাসিন্দা সুমাইয়া খাতুনের। দুই পরিবারের তরফে তাঁদের সম্পর্কের কথাও জানত। শনিবার অনেক রাতে কাইফকে ডেকে পাঠিয়েছিলেন সুমাইয়া।

Howrah:  মধ্যরাতে পায়ে দড়ি বেঁধে ঘনিষ্ঠতা! চরম মুহূর্তের মাঝে প্রেমিকার একটা কাজেই যৌনাঙ্গ কাটা পড়ল যুবকের
অভিযুক্ত প্রেমিকাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 6:39 PM

হাওড়া: মধ্যরাতে প্রেমিকা ডেকে পাঠিয়েছে। তাও আবার প্রেমিকার বাড়ির পাড়াতেই। সাত পাঁচ না ভেবে ফুরফুরে মেজাজে চলে গিয়েছিলেন প্রেমিকও। গাছের গোড়ায় বসে চলছিল গল্প। গল্পের মাঝেই একে অপরের কাছে এসেছিলেন দুজনে। ঘনিষ্ঠ মুহূর্তে নতুন কিছু করার কথা বলে প্রেমিককে গাছেও দড়ি দিয়ে বেঁধেছিলেন প্রেমিকা। তখনও প্রেমিক কিছুই বুঝতে পারেননি। উত্তেজনায় ফুটছেন তিনি।  কিন্তু ঘনিষ্ঠ অবস্থার মাঝে আচমকাই যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ। প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ডোমজুড়ের পার্বতীপুর শেখ পাড়া এলাকায়।

জানা গিয়েছে, ডোমজুড়ের বাসিন্দা শেখ কাইফের সঙ্গে দীর্ঘদিনের প্রেম পার্বতীপুর শেখ পাড়ার বাসিন্দা সুমাইয়া খাতুনের। দুই পরিবারের তরফে তাঁদের সম্পর্কের কথাও জানত। শনিবার অনেক রাতে কাইফকে ডেকে পাঠিয়েছিলেন সুমাইয়া। আক্রান্তের বয়ান অনুযায়ী, পাড়ার মধ্যেই একটি গাছের নীচে বসে দুজনে কথা বলছিলেন। তারপর গল্পের ছলে সুমাইয়া তাঁকে গাছে বাঁধেন। তারপরই তাঁর যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ।

আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারাই কাইফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমিকা সুমাইয়া খাতুনকে আটক করেছে ডোমজুড় থানা। জানা যাচ্ছে, অতি সম্পর্কের দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সুমাইয়া কেন এই ধরনের কাজ করল, তা জানার চেষ্টা করল পুলিশ।