Trains Cancellation: সাঁতরাগাছিতে ফুটওভার ব্রিজের কাজ, হাওড়া লাইনে বাতিল একাধিক ট্রেন, সময়সূচিও বদল অনেক ট্রেনের

Howrah: রেলের তরফে জানানো হয়েছে আগামিকাল (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেনের জন্য কোনও বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়নি।

Trains Cancellation: সাঁতরাগাছিতে ফুটওভার ব্রিজের কাজ, হাওড়া লাইনে বাতিল একাধিক ট্রেন, সময়সূচিও বদল অনেক ট্রেনের
সাঁতরাগাছি ফুট ওভার ব্রিজ
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 9:13 PM

হাওড়া: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভার ব্রিজের (Santragachi Foot Over Bridge) কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (Trains Cancelled) করা হয়েছে। এর পাশাপাশি একগাদা দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে আগামিকাল (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেনের জন্য কোনও বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়নি।

একনজরে দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন করা হয়েছে রেলের তরফে

বাতিল হওয়া ট্রেনের তালিকা

  • ১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর – হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখ (শনিবার) বাতিল করা হয়েছে।
  • ১২৮১৪ টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।
  • ১২৮১৩ হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।
  • ১৯০১১/১৮০১৩ হাওড়া – চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।

যে ট্রেনগুলির সময়সূচি বদলেছে

  • ১২৮৬০ হাওড়া – মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখ দুপুর ২টো ৫ মিনিটের বদলে বিকেল ৪টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
  • ১২৮১০ হাওড়া – মুম্বই মেল ১৫ তারিখ রাত ৯টা ৫০ মিনিটের বদলে রাত ১২টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
  • ১২১৩০ হাওড়া – পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৪ তারিখ রাত ১০টা ১০ মিনিটের বদলে মাঝরাত পেরিয়ে ১৫ তারিখ রাত ১ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
  • ১২২৪৫ হাওড়া – স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ বেলা ১০টা ৫০ মিনিটের বদলে বেলা ১১ টা৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে

  • ১৮০৪৪ ভদ্রক – হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর পর্যন্ত চলবে।
  • ১৮০৪৩ হাওড়া – ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর পর্যন্ত চলবে।
  • ১৮০০৪ আদ্রা – হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অবধি চলবে।
  • ১৮০০৩ হাওড়া – আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অবধি চলবে।