Howrah TMC Group Clash: তৃণমূল নেতা খুনে CBI র্যাডারে, এবার বালিতে ঝামেলার জন্য গ্রেফতার দাপুটে নেতা ষষ্ঠী গায়েন
Howrah TMC Group Clash: কালিতলা-সাহেব বাগান এলাকার দাপুটে তিন তৃণমূল নেতা খোকন গায়েন, ষষ্ঠী গায়েন ও অসিত গায়েন। এরা আবার তিন ভাই। খোকন গায়েনের খুড়তুতো ভাই হলেন ষষ্ঠী গায়েন। ষষ্ঠী আর অসিত আবার নিজের ভাই। তবে বিবাদ চলছিল খোকন গায়েন-ষষ্ঠী গায়েনের সঙ্গে অসিত গায়েনের।
নিশ্চিন্দা: বালির নিশ্চিন্দা থানা এলাকা সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনায় গ্রেফতার হয় ৩৯ জন। এরপর বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশি চালিয়ে পুলিশ গ্রেফতার করল বালির ঠাকুরানিচক এলাকার দাপুটে তৃণমূল নেতা ষষ্ঠী গায়েনকে।
কে ষষ্ঠী গায়েন?
কালিতলা-সাহেব বাগান এলাকার দাপুটে তিন তৃণমূল নেতা খোকন গায়েন, ষষ্ঠী গায়েন ও অসিত গায়েন। এরা আবার তিন ভাই। খোকন গায়েনের খুড়তুতো ভাই হলেন ষষ্ঠী গায়েন। ষষ্ঠী আর অসিত আবার নিজের ভাই। তবে বিবাদ চলছিল খোকন গায়েন-ষষ্ঠী গায়েনের সঙ্গে অসিত গায়েনের।
এর আগে বালির পরিবেশকর্মী তথা তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় নাম জড়িয়েছিল ষষ্ঠীর। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল বলে খবর। গ্রেফতারও হয়েছিলেন তিনি। খুনের ঘটনায় তদন্তের ভার গিয়ে পড়ে সিবিআই-এর হাতে। তিনি সিবিআই স্ক্যানারে রয়েছে। এরপর আজ তাঁকে গ্রেফতার করল নিশ্চিন্দা থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর অসিত গায়েন ও ষষ্ঠী গায়েনের মধ্যে ব্যবসার বখরা নিয়ে ঝামেলা হয়। তুমুল অশান্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক মারধর করা হয় অসিত গায়েনকে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই ঘটনায় ৩৯ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে নিশ্চিন্দা থানার পুলিশ। এরপর আজ গ্রেফতার হল ষষ্ঠী। এ দিন, তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়েছে।