CV Ananda Bose: মায়ের ঘাট থেকে গঙ্গাজল তুলে দেওয়া হল রাজ্যপালের হাতে, সংক্রান্তির সকালে বেলুড় মঠে সিভি আনন্দ বোস

Howrah: এদিন রাজ্যপাল বোসের মুখে বারবার শোনা গিয়েছে শান্তি ও সম্প্রীতির কথা। যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের পথের কথা বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ। 

CV Ananda Bose: মায়ের ঘাট থেকে গঙ্গাজল তুলে দেওয়া হল রাজ্যপালের হাতে, সংক্রান্তির সকালে বেলুড় মঠে সিভি আনন্দ বোস
বেলুড় মঠে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 10:23 AM

হাওড়া: রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে নেওয়া গঙ্গাজল পাঠানো হল কোচিতে। কোচি শাখার পক্ষে শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা গ্রহণ করেন। সকালেই বেলুড় মঠে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেখানে পৌঁছন কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যদের কয়েকজন। সেই পুণ্য কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে। বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে সমাবর্তন অনুষ্ঠানেও রাজ্যপাল সিভি আনন্দ বোস রামকৃষ্ণ মিশন বলরাম মন্দিরে উপস্থিত থাকতে পারেন বলেও মঠ সূত্রে খবর।

রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় রামকৃষ্ণ মিশনের ২৬৭টি শাখায় শুক্রবার এই দিনটি পালিত হচ্ছে। কোচিতে এ বছর ৭৫তম বছর পালন করা হচ্ছে। বেলুড় মঠের পুণ্যতোয়া গঙ্গার জল যাচ্ছে কোচিতে। সংক্রান্তিতে মায়ের ঘাটের সেই জল নিয়ে কোচির পথে রওনা হবেন সেখানকার সদস্যরা।

এদিন রাজ্যপাল বোসের মুখে বারবার শোনা গিয়েছে আধ্যাত্মিকতা, মানবতার কথা। শান্তি, সৌহার্দ্যের হাত ধরে যে মানবতার কথা বলে গিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, “সারাদিন ঠাসা কর্মসূচি রাজ্যপালের। তার মধ্যে থেকেও আধঘণ্টা বের করে উনি এসেছেন। আমাদের কেরলের কোচি কেন্দ্রটির ৭৫ বছর পূর্তি। একইসঙ্গে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর। কোচির স্বামীজী ও কিছু ভক্ত এসেছেন। ওনারা বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছিলেন। কেরলে ১২৫ বছর পূর্তির যে অনুষ্ঠান শুরু হবে, সেটি বেলুড় মঠের গঙ্গার জল দিয়ে শুরু করবেন। আজ মায়ের ঘাট থেকে জল নিয়ে রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। রাজ্যপাল আবার তা তুলে দিয়েছেন আমাদের কোচি কেন্দ্রের প্রধানকে। তিনি সেই জল নিয়ে যাবেন কেরলে। সেই পূর্ণকুম্ভকে সামনে রেখে তাঁদের ৭৫ বছর পূর্তিও উদযাপিত হবে। একইসঙ্গে ১২৫ বছরের অনুষ্ঠানও হবে।”