Howrah: মদ্যপ অবস্থায় আশ্রমে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, জগৎবল্লভপুরে গ্রেফতার যুবক

Howrah: ‘বাংলা ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে’, জগৎবল্লভপুরে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় তোপ বিজেপি নেত্রীর।

Howrah: মদ্যপ অবস্থায় আশ্রমে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, জগৎবল্লভপুরে গ্রেফতার যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 7:38 PM

হাওড়া: কয়েকদিন আগেই খাস কলকাতায় (Kolkata) ৭৫ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল।  প্রগতি ময়দান থানা (Pragati Maidan Police Station) এলাকার এ ঘটনায় বিস্তর চাঞ্চল্য তৈরি হয় তিলোত্তমায়। এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে। 

এলাকার একটি আশ্রমের মধ্যেই বয়স্ক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরই অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরে ওই আশ্রমে সেবাইতের কাজ করে চলেছেন বছর সত্তরের ওই বৃদ্ধা। পরশু রাতে আশ্রমের মধ্যেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাধা দিলে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নির্যাতিতার পরিবারের দীর্ঘদিনের পরিচিত বলে জানা যাচ্ছে। ঘটনার দিন রাতে সে মদ্যপ অবস্থায় আশ্রমে ঢোকে বলে জানা যায়। সেই সময় আশ্রমে নিজের ঘরে ছিলেন ওই বৃদ্ধা। তাঁকে সেখান থেকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে ধর্ষণ করে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা রুজু হয়েছে। 

এ ঘটনায় রীতিমতো চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছে পদ্ম শিবির। “বাংলা রেপিস্টদের অভয়ারাণ্য তৈরি হয়েছে”, এমনই অভিযোগ করেছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। শুক্রবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে নির্যাতিতাকে দেখতে আসেন তিনি। সেখানেই তিনি বলেন, “৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কি চলছে গোটা পশ্চিমবঙ্গে ?  সারা বাংলায় গত তিন মাসে একশোর উপর ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা নির্যাতিতার পাশে আছি। আইনভাবেও তাঁকে সাহায্য করতে প্রস্তুত।”