Howrah: গ্যাস লিক করে আগুন হাওড়ার স্কুলে, অল্পের জন্য প্রাণে রক্ষা পড়ুয়াদের
কীভাবে গ্যাস লিক হল? কারও গাফিলতি নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।
হাওড়া: স্কুল (School) চলছিল। চলছিল ক্লাস। আচমকা গোটা স্কুল চত্বরে শুরু হয়ে গেল শোরগোল। এদিকে ওদিকে প্রাণভয়ে ছুটে বেড়াচ্ছে পড়ুয়ারা। স্কুলের সর্বত্রই একটা কী হয় কী হয় রব। শুরুতে কেউ কিছু বুঝতে না পারলেও মুহূর্তে পরিষ্কার হয়ে গেল সবটা। স্কুলের রান্না ঘরে লেগেছে আগুন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুরে। জানা গিয়েছে, স্থানীয় মাছাল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার সময় এদিন হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে। ধোঁয়ায় ভরে যায় রান্নাঘর। ধোঁয়া ছড়িয়ে যায় গোটা স্কুল চত্বরে। আগুন লাগার খবর ছড়াতেই প্রাণ ভয়ে স্কুল ছাড়ার জন্য ছোটাছুটি শুরু করে পড়ুয়ারা।
আতঙ্কের পরিবেশের মধ্যেই স্কুলের শিক্ষকরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ছাত্রছাত্রীদের দ্রুত স্কুল থেকে বাইরে বের করে নিরাপদ স্থানে নিয়ে যান। ছুটে আসেন এলাকাবাসীরাও। প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল নিয়ে এসে আগুন নেভাবার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিডিও। ছুটে আসেন গোবিন্দপুরের তৃণমূল সভাপতি গোবিন্দ মাঝি সহ প্রসাশনের আধিকারিকরা। যদিও এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কীভাবে গ্যাস লিক হল? কারও গাফিলতি নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। স্কুল কর্তৃপক্ষের তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে স্কুলে শিক্ষক শেখ হামিদুল ইসলাম বলেন, “ওভেনের দিকে পাইপের যে অংশটা থাকে সেখান থেকে গ্যাস লিক হয় বলে জানতে পেরেছি। সেখান থেকেই আগুন লাগে। যিনি রান্না করছিলেন তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। গোটা স্কুলেই খুব উত্তেজনা ছড়ায়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।”