Jalpaiguri: মূহুর্তেই সব শেষ! ভয়াবহ অগ্নিকাণ্ডে ধূপঝোড়ায় ভস্মীভূত ১২টি বাড়ি
Jalpaiguri: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে তিনটে ওই এলাকায় একটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে।
ধূপঝোড়া: বৃহস্পতিবার বিকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়েগেল ১২ টি বাড়ি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ধূপঝোড়া পর্যটন কেন্দ্র এলাকার আলিফ পাড়ায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় দমকল (Fire Brigade)। ছুটে আসে মেটেলি থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এলাকাবাসীদের অনুমান কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে তিনটে ওই এলাকায় একটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। চিৎকার শুরু করে দেন এলাকার লোকজন। আশেপাশের গ্রাম থেকে ছুটে আসেন অনেকে। তবে বেশিরভাগ বাড়ি টিনের চাল ও কাঠের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পড়ন্ত বিকালে আলিফ পাড়ার আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। বহু দূর থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা।
এক এক করে জ্বলে ভস্মীভূত হয়ে যায় গোলেস্তান হক,গোলেনুল হক, রহিম মহহ্মদ, ওরিদুল হক,জামরুল হক সহ গোলামুল হকের বাড়ি। বাড়ি ভিতরে থাকা আসবাবপত্র থেকে শুরু যাবতীয় সামগ্রী সহ বিভিন্ন অলঙ্কার পুড়ে ছাই হয়ে যায়। সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা যায়। খবর পেয়ে মালবাজার থেকে দ্রুত ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মেটেলি থানার পুলিশ। যদিও পুলিশ-দমকল আসার আগে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। সকলের দীর্ঘক্ষণের সম্মীলিত চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রথমে দেখি একটা কাঠের দোতলা বাড়িতে আগুন লেগেছে। তারপর সেখান থেকে অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। একটা বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল। সেটা ফেটেই আগুন লাগে বলে জানা যাচ্ছা। সকলের বাড়িরই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি পুড়ে ছাই হয়ে দিয়েছে। আধার কার্ড থেকে ভোটার কার্ড সব পুড়ে গিয়েছে।”