Murder: মদ খেয়ে এসে বেধড়ক মারধরের অভিযোগ, ঘটনাস্থলেই মৃত্যু বাবার, গ্রেফতার ছেলে

Murder: বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় ছেলে বাড়িতে এলে বাবার সঙ্গে বচসা শুরু হয়। বচসার মাঝেই মদ্যপ ছেলে বৃদ্ধ বাবাকে মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন জায়গা. ঘুসি মারতে থাকে।

Murder: মদ খেয়ে এসে বেধড়ক মারধরের অভিযোগ, ঘটনাস্থলেই মৃত্যু বাবার, গ্রেফতার ছেলে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 9:59 PM

জলপাইগুড়ি: সম্প্রতি দিল্লিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছিল ১৭ বছরের নাবালকের বিরুদ্ধে। তাঁর বাবা রেলওয়ে প্রোকেটশন ফোর্স (আরপিএফ)-এ কর্মরত ছিলেন বলে জানা যায়। মায়ের উপর বাবার অত্যাচার সহ্য করতে না পেরেই বাবাকে খুন করে ওই নাবালক। প্রাথমিক তদন্তে এমনটা জানতে পেরেছিল পুলিশ। এদিকে এবার ডুয়ার্সে ছেলের হাতে খুন (Murder) হয়ে গেলেন বৃদ্ধা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের নাখাটি চা বাগান এলাকায়। পুলিশ ও চা বাগানের শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, মেটেলি ব্লকের নাখাটি চাবাগানের ঝরনা লাইন শ্রমিক মহল্লায় বাস করতেন বলদেব ওঁরাও( ৫৭) নামের এক বৃদ্ধ। তাঁর ছেলে রুপেশ ওঁরাও (২৭) প্রায় মদ খেয়ে বাড়িতে ঝামেলা করত। প্রায়শই সেই বিবাদ চরমে উঠত বলেও স্থানীয় সূত্রে খবর। 

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় ছেলে বাড়িতে এলে বাবার সঙ্গে বচসা শুরু হয়। বচসার মাঝেই মদ্যপ ছেলে বৃদ্ধ বাবাকে মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ঘুসি মারতে থাকে। মারের চোটে বৃদ্ধ বাবা ছিটকে পাথরের উপর পড়ে যায়। মাথায় গুরুতর আঘাতও পান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ বলদেব ওরাওয়ের। খবর যায় পুলিশে। এদিকে খুনের ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছাতেই ছুটে যান মেটলি থানার পুলিশ কর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত রূপেশ ওরাওকে।  ইতিমধ্যেই মৃত বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।