Dhupguri Diarrhoea: শরীর গুলিয়ে বমি, সঙ্গে অসহ্য পেটে ব্যথা, জন্মদিনের খাবার খেয়ে অসুস্থ ৫০
Diarrhoea: জলপাইগুড়ির ধূপগুড়ির কাজিরহাট এলাকার বাসিন্দা অমল রায়ের মেয়ের জন্ম ছিল শনিবার। সেই উপলক্ষে গ্রামের মানুষ সেখানে আমন্ত্রিত ছিলেন। অভিযোগ, সেখানে খাবার খাওয়ার পর শারীরিক সমস্যা শুরু হয়। বমি, পেট ব্যথা, মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা যায় অনেকের।
ধূপগুড়ি: জন্মদিন বাড়িতে নিমন্ত্রিত ছিলেন অনেকে। মাছ-মাংস সহ এলাহি আয়োজন। ভর পেটে খেয়েও ছিলেন অনেকে। কিন্তু তারপরই বিপত্তি। অসুস্থ প্রায় পঞ্চাশ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি প্রায় সতেরো জন। অসুস্থদের ধূপগুড়ি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে।
জলপাইগুড়ির ধূপগুড়ির কাজিরহাট এলাকার বাসিন্দা অমল রায়ের মেয়ের জন্ম ছিল শনিবার। সেই উপলক্ষে গ্রামের মানুষ সেখানে আমন্ত্রিত ছিলেন। অভিযোগ, সেখানে খাবার খাওয়ার পর শারীরিক সমস্যা শুরু হয়। বমি, পেট ব্যথা, মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা যায় অনেকের। এরপরই আমন্ত্রিতরা অনুমান করেন, মাংসের মধ্যেই সম্ভবত কোনও সমস্যা ছিল। কারণ যাঁরা মাছ খেয়েছিলেন তাঁদের কোনও শারীরিক সমস্যা হয়নি। তবে যাঁরা মাংস খেয়েছিলেন তাঁদেরই বেশিরভাগের বমি পেট খারাপ জ্বর মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দিয়েছে।
ইতিমধ্যে অসুস্থতা নিয়ে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন সতেরো জন। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এর পাশাপাশি অসুস্থ কয়েকজন মহিলা চিকিৎসা করাচ্ছেন বাড়িতেই। অসুস্থদের মধ্যে একজন বলেন, “বমি-পেট ব্যথা আর পায়খানা। হালকা জ্বরও আছে। প্রায় পঞ্চাশ জন অসুস্থ। সকলেরই অবস্থা এক। কারোর বেশি কারোর কম।”