Abhishek Banerjee: প্রতিশ্রুতির দিন পনেরোর মধ্যেই অনুদান ঘোষণা, জলপাইগুড়িতে হাট সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকার তহবিলের আশ্বাস অভিষেকের

Abhishek Banerjee: গত ১২ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সে সময়ে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে দোমহানিতে গাড়ি থেকে নেমেছিলেন তিনি।

Abhishek Banerjee: প্রতিশ্রুতির দিন পনেরোর মধ্যেই অনুদান ঘোষণা, জলপাইগুড়িতে হাট সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকার তহবিলের আশ্বাস অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 8:14 AM

জলপাইগুড়ি: দোমহনি হাট সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকার তহবিল দেওয়ার আশ্বাস তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত ১২ জুলাই ধূপগুড়ির সভায় যোগ দিতে যাওয়ার পথে, দোমহনিতে নেমেছিলেন অভিষেক। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। ঘুরে দেখেন হাটের বেহাল অবস্থা। সেখানে থেকেই ফোন জেলা পরিষদ সভাপতিকে হাটের হাল ফেরানোর নির্দেশও দিয়েছিলেন অভিষেক। এবার নিজেও সাহায্যের হাত বাড়িয়ে দেন সাংসদ। ১৫ অগস্টের মধ্যে হাট সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।

গত ১২ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সে সময়ে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে দোমহানিতে গাড়ি থেকে নেমেছিলেন তিনি। এলাকাবাসীরাই তাঁকে হাট ঘুরিয়ে দেখান। হাটের বেহাল অবস্থা দেখে তা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছিলেন অভিষেক।

সে দিন স্থানীয় বাসিন্দাদের সামনে দাঁড়িয়েই ফোন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে। হাটের অবস্থা নিয়ে কথা বলেন তাঁর সঙ্গে। কেন হাটের বেহাল অবস্থা, তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

যদিও হাটের বেহাল অবস্থা নিয়ে আগেও অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সংস্কারের আশ্বাস মিললেও, কাজ হয়নি কিছুই। এই বিষয়টি নিয়ে সেদিন সভাধিপতিকে ধমক দিতেও দেখা যায় অভিষেককে। অবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি তথা মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহুয়া গোপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর তহবিল থেকে ২৫ লক্ষ টাকা হাট নির্মাণের জন্য দেবেন, সভাতেই সেটি জানিয়ে দেন জেলা সভাপতি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার আশায় খুশি গ্রামবাসীরা।