IRCTC: কম খরচে বৈষ্ণদেবী, বারাণসী দর্শন করতে চান? ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দিল IRCTC

IRCTC: ভারতীয় রেলের পক্ষ থেকে আগামী ২৭ মে প্রথমবার কেবলমাত্র টুরিস্টদের জন্য 'ভারত গৌরব টুরিস্ট ট্রেন' ডিব্রুগড় থেকে ছাড়বে।

IRCTC: কম খরচে বৈষ্ণদেবী, বারাণসী দর্শন করতে চান? ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দিল IRCTC
কম খরচে তীর্থ ভ্রমণ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 12:26 PM

জলপাইগুড়ি: উত্তরপূর্ব ভারত এবং উত্তরবঙ্গের ভ্রমণ পিপাসু মানুষদের দীর্ঘদিন ধরে চাহিদা ছিল কম খরচে তীর্থস্থান দর্শনের। এর জন্য বিভিন্ন ট্যুর অপারেটরদের কাছে লাগাতার দাবি জানিয়ে আসছিলেন পর্যটকদের একটা বড় অংশ। এবার ভ্রমণ পিপাসুদের সাধ্যের মধ্যে সাধ মেটাতে এগিয়ে এল IRCTC কর্তৃপক্ষ। ভারতীয় রেলের পক্ষ থেকে আগামী ২৭ মে প্রথমবার কেবলমাত্র টুরিস্টদের জন্য ‘ভারত গৌরব টুরিস্ট ট্রেন’ ডিব্রুগড় থেকে ছাড়বে। এই উপলক্ষে মঙ্গলবার জলপাইগুড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন IRCTC কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, আগামী ২৭ মে ২০২৩ ডিব্রুগড় থেকে রওনা হবে ‘ভারত গৌরব টুরিস্ট’ ট্রেন। অসম হয়ে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের প্রথম স্টপেজ। এরপর নিউ কোচবিহার হয়ে নিউ জলপাইগুড়ি তারপর কাঠিহার হয়ে প্রথমে অয্যোধ্যা,তারপর মাতা বৈষ্ণদেবী। এরপর প্রয়াগরাজ তারপর বারাণসী হয়ে ৬ জুন ডিব্রুগড়ে ফিরে আসবে।

খরচ কত?

মোট ১০ রাত ১১ দিনের এই তীর্থ করতে স্লিপার ক্লাসে জনপ্রতি খরচ হবে ২০ হাজার ৮৫০ টাকা। এছাড়া এসি (AC) থ্রি টায়ারে জনপ্রতি খরচ হবে ৩১ হাজারে ১৩৫ টাকা।

যেইসমস্ত তীর্থ স্থান গুলিতে ভ্রমণের সুযোগ

এই স্পেশাল ট্রেনটি প্রয়াগরাজ,বারাণসী,অযোধ্যা, শ্রী মাতা বৈষ্ণদেবী পর্যন্ত যাবে। ১০ রাত ১১ দিনের এই ট্যুরে পর্যটকদের জন্য ট্রেনে খাওয়া দাওয়া সহ সমস্ত রকম ব্যবস্থা থাকবে।

যেইসব সুযোগ সুবিধা পাবেন তীর্থ যাত্রীরা

যাত্রীদের সম্পূর্ণ নিরামিষ আহার দেওয়া হবে। যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আলাদা বিশেষ ব্যাবস্থা। প্রতিদিন সকালে মর্নিং টি। এরপর ব্রেকফাস্ট। দুপুরের খাবার। বিকেলে ইভিনিং স্ন্যাক্স সঙ্গে চা। এরপর থাকছে ডিনারের ব্যবস্থা। প্রতিবার পর্যাপ্ত খাবার দেওয়া হবে। একই সঙ্গে দেওয়া হবে পানীয় জল। থাকবেন প্যারা মেডিক্যাল স্টাফেরা। কেউ অসুস্থ হলে সাথে সাথে ট্রেনে চিকিৎসা শুরু হবে। দরকার হলে পরবর্তী স্টেশনে চিকিৎসক দিয়ে আরও চিকিৎসার ব্যাবস্থা গ্রহণ করা হবে। টিকিটের বুকিং শুরু হয়েছে যা পাওয়া যাবে IRCTC অনুমোদিত এজেন্টদের কাছে। এছাড়া IRCTC ওয়েব সাইট থেকেও টিকিট বুকিং করা যাবে।

IRCTC রিজিওনাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানান, এই প্রথম উত্তরপুর্ব ভারত থেকে এমন ট্রেনের সূচনা হচ্ছে। ট্রেনে যাত্রীদের সুরক্ষা থেকে শুরু করে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রেল করবে। ট্রেন থেকে নেমে দর্শনীয় স্থল ঘুরে দেখানো, হোটেলে থাকা ও রাত্রিবাসের ব্যবস্থা করা হবে।

পর্যটন ব্যাবসায়ী অলোক চক্রবর্তী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,”আমাদের কাছে বয়স্ক পর্যটকদের একটা বড় অংশ প্রায়শই কম খরচে তীর্থ যাত্রার জন্য খোঁজ খবর নিতেন। এবার ভারতীয় রেলের এই ধরনের উদ্যোগ নেবার ফলে সেইসব মানুষজনের চাহিদা অনেকটাই মিটবে বলে আশা করছি।”