Chhath Puja: দশমীতে ঘটে যাওয়া বিপর্যয়ের পর সতর্ক প্রশাসন, মাল নদীতে ছট পুজোয় জারি নিষেধাজ্ঞা
Mal Bazar: দশমীর দিনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠতে শুরু করে। সেই কারণে সমস্ত রকম বিপর্যয় এড়াতে এবার মাল নদীতে ছট পুজো বন্ধের উপর বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন।
মালবাজার: দশমীর দিনের সেই ভয়াবহ স্মৃতি। এখনও স্মরণে রয়েছে সকলের। মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে হড়পা বানের জলে ভেসে যান আট জন। নিখোঁজ থাকেন অনেকে। সদ্য ঘটে যাওয়া ভয়াবহ সেই বিপর্যয়ের পর এবার মাল নদীতে ছট পুজো বন্ধের নির্দেশ প্রাশাসনের।
দশমীর দিনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠতে শুরু করে। সেই কারণে সমস্ত রকম বিপর্যয় এড়াতে এবার মাল নদীতে ছট পুজো বন্ধের উপর বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন। এমনটাই দাবি করেছেন পুজো উদ্যোক্তারা।
প্রতি বছর ছট পুজোর সময় ছট ব্রতীরা মাল নদীর পাড়ে পুজো করে থাকেন। তবে এবার নিষেধ রয়েছে, সেই কারণে পুজো উদ্যোক্তারা প্রশাসনের কাছে আবেদন জানাবেন যাতে মাল নদীতেই পুজো করা যায়। তাঁদের অনেকেরই বক্তব্য, যে সময় ছট পুজো হয়ে থাকে সেই সময়ে বৃষ্টির কোনও আগাম সর্তকতা এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়নি। ফলত বিপদ নাও ঘটতে পারে। সেই কারণে যাতে পুলিশ প্রশাসন করা সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নদীর ঘাটে পুজো করার অনুমতি দিক।
এ দিকে, এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা।