Minor Abused: তিন দিন পর মিলল কিশোরীর বস্তাবন্দি দেহ, ধর্ষণ করে খুন?
শুক্রবার বিকেল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ১১ বছরের কিশোরী। শুক্রবার বিকালে বাড়ির কাছেই খেলছিল ওই কিশোরী। তার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। এলাকায় রাতভর তল্লাশি চালিয়েই খোঁজ না মেলায় রবিবার সকাল থেকে ফের কিশোরীর খোঁজে তদন্তে নামে ধূপগুড়ি থানার পুলিশ।
ধূপগুড়ি: তিন দিন নিখোঁজ থাকার পর ডুডুয়া নদীর পার থেকে উদ্ধার কিশোরীর বস্তাবন্দি দেহ। কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির একটি গ্রামে। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে উত্তেজনা থাকায় গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধারের পর অভিযুক্তের বাড়িতে চড়াও হন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁর বাড়িতেও মোতায়েন রয়েছে পুলিশ।
শুক্রবার বিকেল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ১১ বছরের কিশোরী। শুক্রবার বিকালে বাড়ির কাছেই খেলছিল ওই কিশোরী। তার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। এলাকায় রাতভর তল্লাশি চালিয়েই খোঁজ না মেলায় রবিবার সকাল থেকে ফের কিশোরীর খোঁজে তদন্তে নামে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকার পুকুরগুলিতে তল্লাশি চালাতে নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের। এর পর ধূপগুড়ি এবং ফালাকাটা ব্লকের মাঝখান দিয়ে চলে যাওয়া ডুডুয়া নদীর পাড়ে বস্তা বন্দি অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা এবং ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।
কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। অভিযুক্তকে সোমবার তোলা হয়েছে জলপাইগুড়ি আদালতে।