Diwali in Jalpaiguri: নিয়নের জলসার ভিড়েও রাজস্থানী বণিক মহলে অক্ষুণ্ণ চিরাচরিত মাটির প্রদীপ, কলাগাছ
Diwali: নিয়নের আলোর জলসার ভিড়ে আজও হারিয়ে যায়নি কলাগাছ আর মাটির প্রদীপের চল। সেই ছবিই ধরা পড়ল জলপাইগুড়ির রাজস্থানী বণিক মহলে।
জলপাইগুড়ি: দীপাবলি (Diwali 2022) মানেই আলোর উৎসব। চারিদিকে নিয়ন আলোর রোশনাই। তবে আধুনিকতার এই ছোঁয়ার মধ্যেও হারিয়ে যায়নি চিরাচরিত ঐতিহ্য। নিয়নের আলোর জলসার ভিড়ে আজও হারিয়ে যায়নি কলাগাছ আর মাটির প্রদীপের চল। সেই ছবিই ধরা পড়ল জলপাইগুড়ির রাজস্থানী বণিক মহলে। পুরনো সেই রীতি রেওয়াজ আজও অক্ষুণ্ন সেখানে। মারোয়ারি সমাজে এক বিষয় কথিত আছে, মাটির প্রদীপ ও কলাগাছ ছাড়া নাকি লক্ষ্মী আসে না। তাই কয়েক’শো বছর ধরে চলে আসা সেই প্রাচীন ঐতিহ্যকেই প্রাধান্য দেন তাঁরা।
মাটির প্রদীপের সেই আলোকসজ্জা দেখতে ভিড়ও দেখা গেল প্রচুর। দূর দুরান্ত থেকে আসা উৎসুক মানুষের ঢল দেখা গেল জলপাইগুড়ি দিন বাজারে। দীপাবলির সাজসজ্জা উপলক্ষে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির দিন বাজারে ছিল সাজো সাজো রব। কারও রয়েছে আধুনিক শো-রুম। কিন্তু ঝা চকচকে শোরুমের মালিক হয়েও বহু বছরের পুরনো সেই সাবেকি ঘরানা ধরে রাখতে দেখা গেল তাঁকে। এই চিত্র গোটা দিন বাজারে। পরিবেশ বান্ধব মাটির প্রদীপ ও কলাগাছে লাগানো কাগজের ঝালোর দিয়ে সেজে উঠল জলপাইগুড়ি দিন বাজার। উপচে পড়ল মানুষের ভিড়। একইসঙ্গে চলল ফানুস ওড়ানো ও বাজি ফাটানোর অনুষ্ঠান।
স্থানীয় এক ব্যবসায়ী ওমপ্রকাশ আগরওয়াল বলেন, “মারোয়াড়িদের মধ্যে সবথেকে বড় পরব হল দীপাবলি। ধনতেরস থেকে আমাদের পালন শুরু হয়। দীপাবলির পরের দিন পর্যন্ত চলে। কলাগাছ হল ভগবান বিষ্ণুর প্রতীক। সেই কারণে আমরা কলাগাছ লাগাই।” দিন বাজার এলাকারই অন্য এক ব্যবসায়ী সৌরভ কেজরীবাল বলেন, “দীপাবলির পরব চলছে। এইদিন আমরা প্রদীপ জ্বালাই। নতুন পোষাক পরি। পরিবারের সঙ্গে সময় কাটাই। কলাগাছ লাগানোর এই রীতি অনেক দিনের পুরনো। দেবী লক্ষ্মীর আগমন হয় এই কলাগাছের মধ্যে দিয়ে।” সবমিলিয়ে এদিন জলপাইগুড়ির দিনবাজার এলাকা যেন হয়ে ওঠে ছোট্ট একটা রাজস্থান। নিষ্ঠা ভরে সব রীতি রেওয়াজ পালন করেন এখানকার রাজস্থানী বণিক মহলের মানুষজন।