Jalpaiguri Accident: লরির সঙ্গে যাত্রীবাহীর বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
Jalpaiguri Accident: জানা গিয়েছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। বাসটি ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ব্যারিয়ার পার করার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির সুপারি বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জলপাইগুড়ি: সুপারি বোঝাই লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত কমপক্ষে আটজন। মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি শহর সংলগ্ন রেলস্টেশন মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন মহোন মনহন্ত (৪০),প্রবীর রায় (৬),পূরবি রায় (২৭),রাজেশ মুন্ডা (১৯),প্রদীপ গণেশ (৩১), নির্মল সরকার (৬৫),অঞ্জলি সরকার (৫৫),রিপোন ইসলাম (৪)। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। বাসটি ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ব্যারিয়ার পার করার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির সুপারি বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুছড়ে যায় গাড়ির সামনের অংশ।
বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু সবটা তাঁদের পক্ষে করা সম্ভব হচ্ছিল না। ততক্ষণে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এরপর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বেসরকারি যাত্রীবাহী বাসের চালক সহ আটজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “দুটি গাড়ি দুটি দিক থেকে আসছিল। দুটি গাড়িরই গতিবেগ বেশিই ছিল। আমরা কিছুটা দূরে ছিলাম। চোখের নিমেশে ঘটনাটি ঘটেছে। একেবারে মুখোমুখি ধাক্কা লাগল গাড়ি দুটির। সাত-আট জন মতো ছিলেন। প্রত্যেকেই আহত হয়েছেন”