Dooars Body: নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ
Dooars Body: অবশেষে বাগ্রা কোর্টের নির্মীয়মান ফ্লাইওভারের কাছে হাবোং নদীতে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় মালবাজার থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে
ডুয়ার্স: মালবাজার ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতে হাবোং নদী থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম মোজাম্মিল আলি (৫২)। মৃত ব্যক্তির বাড়ি মাল ব্লকের ঘিস বস্তি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও মেলেনি কোন হদিশ। শুক্রবার ভোর থেকে আবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
অবশেষে বাগ্রা কোর্টের নির্মীয়মান ফ্লাইওভারের কাছে হাবোং নদীতে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় মালবাজার থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পরিবারের দাবি মোজাম্মেল আলিকে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই দেহের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তা দেখে পুলিশের অনুমান, খুন করেই প্রমাণ লোপাট করার জন্য দেহ ফেলে দেওয়া হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ। কারোর সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।