Army camp: দূরে দাঁড়িয়ে সন্তানের অপেক্ষায় নিরুপায় মা, কুয়োতে পড়ে গিয়ে কাতর চিৎকাল হস্তি শাবকের!
Elephant Cub: প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে উদ্ধার হয় ওই শাবক।
জলপাইগুড়ি: জেলায় সেনা ছাউনির কুয়োর ভিতর পড়ে গেল একটি হস্তি শাবক। তড়িঘড়ি তাকে উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন জওয়ানরা। খবর দেওয়া হয় বনদফতরে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে উদ্ধার হয় ওই শাবক। ঘটনায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কালীপুজোর রাতে। জানা গিয়েছে, এক দল হাতির সঙ্গে বেশ কয়েকটি শাবক বিন্নাগুড়ি সেনা ছাউনিতে ঢুকে পড়ে। সেই সময় একটি শাবক দলছুট হয়ে যায়। পরে সে সেনা ছাউনির ভেতরে থাকা একটি শুকনো কুয়ার মধ্যে পড়ে যায়। ওই হাতির দলটি দীর্ঘক্ষণ শাবকটিকে শুঁড় দিয়ে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয় তারা। পরে দূরে দাঁড়িয়ে শাবকটির অপেক্ষা করতে থাকে মা হাতিটি ।
ততক্ষণে বেশ চিৎকার জুড়ে দিয়েছে হস্তি শাবকটি। তার চিৎকার শুনে সেনা জওয়ানরা কুয়োর কাছে ছুটে আসে। সেখানে গিয়ে দেখেন একটি হস্তি শাবক কুয়োর মধ্যে পড়ে রয়েছে। সঙ্গে-সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়কে জানানো হয়। বনকর্মীরা পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কুয়োর ভিতর থেকে হস্তি শাবকটিকে উদ্ধার করে। এরপর শাবকটিকে নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন তাঁরা। পাশাপাশি হস্তি শাবকের শারীরিক বিষয়ের উপরও নজরদারি চালাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: BSF: সীমান্তের কাছে দুই বাংলাদেশী নাগরিকের দেহ উদ্ধার করল বিএসএফ
ঘটনার বিষয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, বিন্নাগুরি সেনাছাউনিতে ১৫টি হাতির একটি দল ঢুকেছিল। সেই দলেরই একটি শাবক সেনা ছাউনির নর্থ ডিভিশনের কুয়োর মধ্যে পড়ে যায়। হাতির দলটি রেতি জঙ্গল থেকে হামেশাই সেনাছাউনি হয়ে অন্য জঙ্গলে যাতায়াত করে থাকে। এদিনও সন্ধ্যার পরে হাতির দলটি সেনা ছাউনির ভিতরে ঢুকে ছিল। কোনওভাবে একটি শাবক কুয়ার মধ্যে পড়ে যায়। আমাদের সেনা জাওয়ানরা খবর দিলে আমরা গিয়ে হস্তিশাবক টিকে উদ্ধার করে দলে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।”
আরও পড়ুন: Afghanistan Issue: অনুপ্রবেশকারীদের সতর্ক করলেন শীর্ষ তালিবান নেতা
আরও পড়ুন: Accident: মারধর থেকে শুরু করে ভাঙচুর, গোটা এলাকায় তাণ্ডব চালাল দুর্ঘটনায় মৃতের প্রতিবেশীরা