Elephant safari: শুধু জলদাপাড়া নয় এবার গরুমারাতে গেলেও পাবেন হাতির পিঠে চড়ার সুযোগ! রইল ছবি…

Jalpaiguri: বনদফতরের তরফ থেকে ঘোষণা করা হয় যে এবার থেকে মূর্তি- লাটাগুরি এলাকার পর্যটকরাও হাতি সাফারির সুযোগ পাবেন।

| Updated on: Dec 01, 2021 | 5:46 PM
জলদাপাড়ার মতো গরুমারা জঙ্গলে শুরু হলো হাতি সাফারি সকল পর্যটকদের জন্য। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল জঙ্গল। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছিল হাতির পিঠে জঙ্গল সাফারি।

জলদাপাড়ার মতো গরুমারা জঙ্গলে শুরু হলো হাতি সাফারি সকল পর্যটকদের জন্য। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল জঙ্গল। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছিল হাতির পিঠে জঙ্গল সাফারি।

1 / 5
জলদাপাড়ার মত গরুমারাতেও সকল স্তরের পর্যটকদের জন্য হাতি সাফারি চালু করার দাবি জানিয়েছিল গরুমারা ট্যুরিজম অ্যাসোসিয়েশন। এতদিন পর্যন্ত শুধুমাত্র সরকারি বনবাংলোতে থেকেই এই সুযোগ মিলত গরুমারায়। তবে শেষে বনদফতরের তরফ থেকে ঘোষণা করা হয় যে এবার থেকে মূর্তি- লাটাগুরি এলাকার পর্যটকরাও হাতি সাফারির সুযোগ পাবেন। গত ২৩শে নভেম্বর থেকে হাতির সাফারি শুরু হওয়ার কথা ছিল গরুমারার জঙ্গলে। তবে সেই সাফারি টিকিট শুধুমাত্র দেওয়া হচ্ছিল লাটাগুড়ি থেকে।

জলদাপাড়ার মত গরুমারাতেও সকল স্তরের পর্যটকদের জন্য হাতি সাফারি চালু করার দাবি জানিয়েছিল গরুমারা ট্যুরিজম অ্যাসোসিয়েশন। এতদিন পর্যন্ত শুধুমাত্র সরকারি বনবাংলোতে থেকেই এই সুযোগ মিলত গরুমারায়। তবে শেষে বনদফতরের তরফ থেকে ঘোষণা করা হয় যে এবার থেকে মূর্তি- লাটাগুরি এলাকার পর্যটকরাও হাতি সাফারির সুযোগ পাবেন। গত ২৩শে নভেম্বর থেকে হাতির সাফারি শুরু হওয়ার কথা ছিল গরুমারার জঙ্গলে। তবে সেই সাফারি টিকিট শুধুমাত্র দেওয়া হচ্ছিল লাটাগুড়ি থেকে।

2 / 5
 হাতি সাফারির টিকিট মূর্তি থেকে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপর হঠাৎই শুরু করা হয়নি হাতি সাফারি। শেষমেষ পয়লা ডিসেম্বর থেকে শুরু হলো হাতি সাফারি। গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবিকে মান্যতা দিয়ে অফলাইন টিকিট এর পরিবর্তে অনলাইন টিকিট ছাড়া হয়েছে। পাশাপাশি রিপোর্টিং এর জন্য মূর্তি সংলগ্ন ধুপঝোরাকে বেছে নেওয়া হয়েছে। যার জেরে খুশি মূর্তি এলাকার পর্যটন ব্যবসায়ীরা।

হাতি সাফারির টিকিট মূর্তি থেকে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপর হঠাৎই শুরু করা হয়নি হাতি সাফারি। শেষমেষ পয়লা ডিসেম্বর থেকে শুরু হলো হাতি সাফারি। গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবিকে মান্যতা দিয়ে অফলাইন টিকিট এর পরিবর্তে অনলাইন টিকিট ছাড়া হয়েছে। পাশাপাশি রিপোর্টিং এর জন্য মূর্তি সংলগ্ন ধুপঝোরাকে বেছে নেওয়া হয়েছে। যার জেরে খুশি মূর্তি এলাকার পর্যটন ব্যবসায়ীরা।

3 / 5
শেখ জিয়াউর রহমান বলেন, "আমরা সংগঠনের তরফ থেকে দাবি করে আসছিলাম যে মূর্তি তাকে হাতি সাফারির জন্য টিকিট প্রদান করা হোক। গাছবাড়ি থেকে যে হাতি সাফারি হয়। এতদিন লাটাগুড়ি থেকে হাতির সাফারির জন্য টিকিট কাটতে হত, আজকে থেকে আমাদের দাবি মতো মূর্তি থেকেও হাতি সাফারির টিকিট পাওয়া যাবে এবং সেটাই চালু হলো আজকে। সেই খুশিতে আমরা সমস্ত পর্যটক এবং এখানকার যে সমস্ত দোকানদার রয়েছে সকল কে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করালাম এবং পর্যটকদের গোলাপ ফুল দিয়ে বরণ করলাম।"

শেখ জিয়াউর রহমান বলেন, "আমরা সংগঠনের তরফ থেকে দাবি করে আসছিলাম যে মূর্তি তাকে হাতি সাফারির জন্য টিকিট প্রদান করা হোক। গাছবাড়ি থেকে যে হাতি সাফারি হয়। এতদিন লাটাগুড়ি থেকে হাতির সাফারির জন্য টিকিট কাটতে হত, আজকে থেকে আমাদের দাবি মতো মূর্তি থেকেও হাতি সাফারির টিকিট পাওয়া যাবে এবং সেটাই চালু হলো আজকে। সেই খুশিতে আমরা সমস্ত পর্যটক এবং এখানকার যে সমস্ত দোকানদার রয়েছে সকল কে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করালাম এবং পর্যটকদের গোলাপ ফুল দিয়ে বরণ করলাম।"

4 / 5
পর্যটক অরিজিৎ গাঙ্গুলী বলেন, "এটা চালু হওয়ায় আমরা খুবি খুশি। জলদাপাড়া বাংলাতে না থাকলে তো আর হাতির সাফারির কোনও উপায় ছিল না এতদিন এবং সরকারি বনবাংলো থেকেই সেই সুযোগ মিলত তবে। এমনকি লাটাগুড়ি থেকে হাতি সফরের জন্য টিকিট কাটতে হত।  এবার মূর্তিতে থেকেও টিকিট মিলবে।  এটা এখান থেকে চালু হওয়ায় আমরা খুবই খুশি এবং ধন্যবাদ জানাই যাদের জন্য আজকে মূর্তি থাকে এই হাতি সাফারির জন্য টিকিট প্রদান বনদফতর শুরু করলো।"

পর্যটক অরিজিৎ গাঙ্গুলী বলেন, "এটা চালু হওয়ায় আমরা খুবি খুশি। জলদাপাড়া বাংলাতে না থাকলে তো আর হাতির সাফারির কোনও উপায় ছিল না এতদিন এবং সরকারি বনবাংলো থেকেই সেই সুযোগ মিলত তবে। এমনকি লাটাগুড়ি থেকে হাতি সফরের জন্য টিকিট কাটতে হত। এবার মূর্তিতে থেকেও টিকিট মিলবে। এটা এখান থেকে চালু হওয়ায় আমরা খুবই খুশি এবং ধন্যবাদ জানাই যাদের জন্য আজকে মূর্তি থাকে এই হাতি সাফারির জন্য টিকিট প্রদান বনদফতর শুরু করলো।"

5 / 5
Follow Us: