Maynaguri School: তালাবন্দি প্রধান শিক্ষক, ছুটে এল শিক্ষা দফতরের প্রতিনিধি দল

Maynaguri School: গ্রামবাসীদের অভিযোগ স্কুলের এক ছাত্র হাই জাম্প বিভাগে জেলা স্তরে খেলার সুযোগ পান। গত বৃহস্পতিবার রাজগঞ্জে খেলা অনুষ্ঠিত হলেও সেই ছাত্রকে ময়নাগুড়ি থেকে রাজগঞ্জে নিয়ে যাননি স্কুলের কোনও শিক্ষক।

Maynaguri School: তালাবন্দি প্রধান শিক্ষক, ছুটে এল শিক্ষা দফতরের প্রতিনিধি দল
ময়নাগুড়িতে তালাবন্দি স্কুলের প্রধান শিক্ষক
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 11:26 PM

ময়নাগুড়ি : অস্বাস্থ্যকর পরিবেশে দেওয়া হচ্ছে মিড ডে মিল। স্কুলের পরিবেশও ভাল নয়। এদিক-ওদিক পড়ে রয়েছে নোংরা। বারবার এ বিষয়ে শিক্ষকদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। এদিন এই ইস্যুতে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। তালাবন্দি করে রাখা হল স্কুলের প্রধান শিক্ষককে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে (Maynaguri)। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠন, পরিকাঠামো নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন অভিভাবকরা। কিন্তু, কিছুতেই সমস্যার কোনও সুরাহা হচ্ছে না। এমনকী মিড ডে মিলের খাবারেও গড়মিল করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। 

সূত্রের খবর, এদিন ফের টেকাটুলি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকেরা স্কুলে আসেন প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিতে। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করলে স্কুলে উত্তেজনা ছড়ায়। এরপর প্রধান শিক্ষককে ঘরে ঢুকিয়ে কয়েক ঘণ্টা তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা। খবর পেয়ে স্কুলে আসেন প্রাথমিক শিক্ষা দফতরের প্রতিনিধি দল। তাঁদের কাছেও নিজেদের অভিযোগ জানান গ্রামবাসীরা। প্রতিনিধি দলের কাছে উপযুক্ত তদন্তের আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। মুক্ত হন প্রধান শিক্ষক।

গ্রামবাসীদের আরও অভিযোগ স্কুলের এক ছাত্র হাই জাম্প বিভাগে জেলা স্তরে খেলার সুযোগ পান। গত বৃহস্পতিবার রাজগঞ্জে খেলা অনুষ্ঠিত হলেও সেই ছাত্রকে ময়নাগুড়ি থেকে রাজগঞ্জে নিয়ে যাননি স্কুলের কোনও শিক্ষক।পরবর্তীতে তাঁর পরিবারের লোকেরাই নিয়ে যান খেলার জন্য। প্রতিভা থাকা সত্বেও স্কুলের শিক্ষকরা ছাত্রদের অনেক সময়ই পাশে থাকছেন না বলে অভিযোগ অভিভাবকদের। জগন্নাথ রায় নামে এক অভিভাবক বলেন, “স্কুলের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। স্কুলের মাঠে সবসময় ধূলো থাকে। বাচ্চারা ধূলোর মধ্যেই মিড ডে মিল খায়। আমরা গত পাঁচ বছর ধরে ব্যাবস্থা নেওয়ার কথা বলে আসছি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিছুই করে না। এমমকী স্কুলে যা ছাত্র রয়েছে তার থেকে বেশি করে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে এটা সরকারের খাতায় দেখানো হয়।” তবে তাঁর স্কুলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক কৃষ্ণ মণ্ডল। ঘটনায় ডি আই প্রাইমারি শ্যামল চন্দ্র রায় বলেন, “এই খবর আমার জানা নেই। বিষয়টি নিয়ে খোঁজ নেব।”