Wood Smuggling: মরাঘাটে ফের উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই শাল-সেগুন, কেন এই জঙ্গলে বার বার নজর চোরাকারবারিদের?

Wood Smuggling: উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে শাল কাঠের লগ এবং সেগুন কাঠের লগ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই বন দফতর সূত্রে খবর।

Wood Smuggling: মরাঘাটে ফের উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই শাল-সেগুন, কেন এই জঙ্গলে বার বার নজর চোরাকারবারিদের?
উদ্ধার শাল ও সেগুন কাঠ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2022 | 10:00 PM

জলপাইগুড়ি: লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মরাঘাট রেঞ্জে। সোমবার দুপুরে জলপাইগুড়ির মরাঘাটের অন্তর্গত ফুকলুং বনবস্তি এলাকা থেকে বিপুল পরিমাণে কাঠের লগ উদ্ধার করে বনকর্মীরা (Forest Department)। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক দাম লক্ষাধিক টাকা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলি চোরাই কাঠ। এদিন দুপুরে খুকলুং বনবস্তির খট্টিমারি বিটের এবং মরাঘাট রেঞ্জের বনকর্মীরা এক যৌথ অভিযান চালান। অভিযানের নেতৃত্ব ছিলেন বন আধিকারিক উত্তম ছেত্রী। আর তাতেই এই বিপুল পরিমাণ চোরাই কাঠ (Wood Smuggling) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে শাল কাঠের লগ এবং সেগুন কাঠের লগ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই বন দফতর সূত্রে খবর।

বন দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের চোরা কারবার রুখতে লাগাতার অভিযান চালানো হবে। পাশাপাশি এই চোরা কারবারের সঙ্গে কারা যুক্ত রয়েছে, সেই বিষয়েরও খোঁজ চালাচ্ছেন বন আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে কাঠের চোরা কারবারের চেষ্টা বানচাল করেছিলেন বনকর্মীরা। শুধু জলপাইগুড়িতেই না, আলিপুরদুয়ার জেলাতেও চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। আর সেই চোরাচালানের কারবার রুখতে সজাগ নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যে পুষ্পা সিনেমার কায়দায় কাঠ পাচারের অভিনব কায়দা ধরা পড়েছিল। এর আগেও জলপাইগুড়ি জেলায় কাঠ মাফিয়াদের বাড়বাড়ন্তের খবর বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছিল আসে। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, উত্তরবঙ্গের এই মরাঘাট রেঞ্জে যে জঙ্গল রয়েছে, সেখানে খুব ভাল মানের শাল কাঠ পাওয়া যায়। বাজারে সেই শাল কাঠের দামও উঠে অনেক চড়া। সেই কারণেই মরাঘাটের এই জঙ্গলের দিকেই কাঠ মাফিয়াদের আরও বেশি নজর বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে বনকর্মীদের সজাগ দৃষ্টিতে বার বার বানচাল হচ্ছে সেই কাঠের চোরা কারবারের চেষ্টা।