Jalpaiguri: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন, হাতির হানায় মৃত্যু হল এক মহিলার

Jalpaiguri:  পিছন ফিরে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তা সম্ভব হয়নি। তাঁর চিৎকারে আশপাশ থেকে অনেকেই ছুটে গিয়েছিলেন বাঁচাতে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে, হাতিটি ততক্ষণে লুৎফাকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে নিয়েছে। তাঁকে তুলে আছাড় মারে।

Jalpaiguri: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন, হাতির হানায় মৃত্যু হল এক মহিলার
হাতির হানায় মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 9:36 AM

জলপাইগুড়ি: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। জঙ্গলের ভেতরে জ্বালানির খড়ি কুড়োতে গিয়েছিলেন। তখনই একটি হাতির মুখোমুখি পড়ে যান। জানা গিয়েছে,  মৃত মহিলার নাম লুৎফা বেগম (৩২)। বাড়ি মাল ব্লকের কুমরপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে বড়দিঘি বিটেুর এসএস ৩ কম্পার্টমেন্টের জঙ্গলে ওই লুৎফা খড়ি সংগ্রহ করতে যান। সেই সময় তিনি জঙ্গলের ভিতর হাতির সামনে পড়ে যান।

পিছন ফিরে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তা সম্ভব হয়নি। তাঁর চিৎকারে আশপাশ থেকে অনেকেই ছুটে গিয়েছিলেন বাঁচাতে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে, হাতিটি ততক্ষণে লুৎফাকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে নিয়েছে। তাঁকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দাদের থেকেই খবর পায় বনদফতর। খবর যায় থানায়।

লাটাগুড়ির রেঞ্জ অফিসার শুভ্র শঙ্কু দত্ত-সহ মেটেলি থানার পুলিশ জঙ্গলের ভেতরে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসে। দেহ ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু জঙ্গলের ভেতরে মহিলার মৃত্যু হয়েছে, তাই পরিবার কোনও ক্ষতিপূরণ পাবে না।

মৃত মহিলার আত্মীয়ের বক্তব্য, “আমাদের কাঠ কুড়োতে যেতেই হয়, জ্বালানির জন্য। হাড়ি চড়বে কীভাবে। জঙ্গলে যেতেই হয়। আর তাতেই এই ঘটনা।”