Jalpaiguri Didir Doot: ‘ভদ্রতা শেখেননি’, ‘দিদির দূত’ হয়ে গিয়ে বিএলআরও-কে ধমক বিধায়কের

Jalpaiguri Didir Doot: "একটু ভদ্রতা আছে আমি ডিএম অফিসে গেলে ডিএম পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানান। আপনার দফতরের যে বস, এসডিএলআরও সেও দাঁড়িয়ে আমাকে সম্মান জানায়।"

Jalpaiguri Didir Doot: 'ভদ্রতা শেখেননি', 'দিদির দূত' হয়ে গিয়ে বিএলআরও-কে ধমক বিধায়কের
জলপাইগুড়িতে বিতর্কে খগেশ্বর রাও
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 6:03 PM

জলপাইগুড়ি: ভূমি ও ভূমি রাজস্ব অফিস পরিদর্শনে গিয়েছেন ‘দিদির দূত’। আর তাঁকে দেখে চেয়ার ছেড়ে উঠে সম্মান জানাননি তিনি। বিএলআরও-কে ‘ধমক’ দিলেন রাজগঞ্জের বিধায়ক। ঘটনায় নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। সোমবার ধূপগুড়িতে দিদির দূত কর্মসূচিতে যান জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিধায়ক তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায়। বিএলআরও অফিস পরিদর্শনে গিয়ে বিএলআরও-কে ‘ধমক’ দেন রাজগঞ্জ বিধায়ক তথা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়। তিনি বলেন, “আপনি আমার সামনে চেয়ারে বসে আছেন, আপনি জানেন না আমার কী ক্ষমতা আছে? ভদ্রতা-সভ্যতা শেখেননি, জ্ঞান নেই।” তিনি আরও বলেন, “একটু ভদ্রতা আছে আমি ডিএম অফিসে গেলে ডিএম পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানান। আপনার দফতরের যে বস, এসডিএলআরও সেও দাঁড়িয়ে আমাকে সম্মান জানায়। আর আপনি বসে আছেন আমার সামনে!”

ঠিক, এই ভাষাতেই ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জয়দীপ ঘোষ রায়কে ধমক দিলেন। একজন জন প্রতিনিধি কীভাবে এক জন সরকারি কর্তার সঙ্গে এই আচরণ করতে পারেন, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ তবে তার মধ্যেও চলছে তৃণমূলের কর্মসূচি। সোমবার সকালেই দিদির দূত হয়ে ধূপগুড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ধূপগুড়ির মায়ের থান কালী মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন বিধায়ক। সঙ্গে ছিলেন তৃণমূলের ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি ইভান দাস, ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দিপু রায়, ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ভারতী বর্মন, তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আলম রহমান সহ অন্যান্যরা।

এরপর তিনি সরকারি দফতর পরিদর্শনে যান। প্রথমে বিএলআরও অফিস পরিদর্শন করেন। কথা বলেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে ঘুরে দেখেন অফিসের বেহাল অবস্থা। সেই সঙ্গে সরকারি দফতরের দালাল চক্র নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক বিএলআরও-কে। বিএলআরও-র কোনও প্রতিক্রিয়া পাপাওয়া যায়নি। বিধায়কের বক্তব্য, “পাট্টা বিলি নিয়ে সমস্যা ছিল। আমি বিএলআরও-কে বলেছি। বিএলআরও-কে বলেছি আমাকে দরখাস্ত করতে।” তবে এই ঘটনা নিয়ে তিনি সাংবাদিকদের কিছু বলেননি।

কিছুদিন আগেও সৌমিত্র খাঁ-র বিরুদ্ধেও এই একই অভিযোগ ওঠে। সামনে দাঁড়িয়ে কথা না বলায় পুলিশ কর্তার পর ব্যাঙ্ক ম্যানেজারকেও ধমক দিতে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে।