Jalpaiguri: হাতে ইট, তালা ভেঙে ঢুকে TMC পার্টি অফিস ভাঙচুর মহিলাদের

Jalpaiguri: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ওই পার্টি অফিস থেকে কেউ বা কারা স্থানীয় এক যুবককে মদ আনতে বলে। সে বাইক নিয়ে মদ আনতে যায়। এরপর পথ দুর্ঘটনায় মারা যায় ওই যুবক। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

Jalpaiguri: হাতে ইট, তালা ভেঙে ঢুকে TMC পার্টি অফিস ভাঙচুর মহিলাদের
তৃণমূল পার্টি অফিস ভাঙচুরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 11:20 AM

জলপাইগুড়ি: তৃণমূল পার্টি অফিসে বসে মদের আসর। সেই অভিযোগ তুলে এবার চরম পদক্ষেপ নিল এলাকাবাসী। সোমবার রাত্রিবেলা পার্টি অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় তাঁরা। কার্যালয় বন্ধ থাকা সত্ত্বেও ইট দিয়ে সেই তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা। শুরু হয় ভাঙচুর। যদিও এ প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খোলেনি স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। তবে তিনি জানিয়েছেন দুষ্কৃতীরা হামলা করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ওই পার্টি অফিস থেকে কেউ বা কারা স্থানীয় এক যুবককে মদ আনতে বলে। সে বাইক নিয়ে মদ আনতে যায়। এরপর পথ দুর্ঘটনায় মারা যায় ওই যুবক। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বেশ কিছু এলাকাবাসী একত্রিত হয়ে সোমবার রাতে তৃণমূল কার্যালয়ে যায়। পার্টি অফিস তালা মারা থাকায় ইট দিয়ে তালা ভেঙে দেয়। এরপর ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় পার্টি অফিসে।

খবর পেয়ে এলাকায় আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাউন্সিলর স্বরুপ মণ্ডল ঘটনা স্বীকার করে নিয়ে বলেন, “সোমবার রাতে কিছু দুষ্কৃতী আমাদের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে। এরা কারা তাঁদের আমরা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” স্থানীয় বাসিন্দা বলেন, “পার্টি অফিসে দারু খায়। মদ আনতে গিয়েছিল। দুর্ঘটনায় মারা গিয়েছে। এরপরই পাড়ার লোক রাতে বেরিয়ে ভেঙে ফেলে।”