Cyber Fraud: দেদার জালিয়াতি! সিমবক্স কাণ্ডে বাংলাদেশ সীমান্তে গ্রেফতার আরও এক

Cyber Crime: সাইবার জালিয়াতদের দুনিয়ায় এক অন্যতম বহুল ব্যবহৃত 'অস্ত্র' হল সিমবক্স। এর আগেও বিভিন্ন সময়ে সাইবার জালিয়াতদের সিমবক্স ব্যবহারের ঘটনা দেখা গিয়েছে। এককথায় এই সিমবক্সের কাজ হল অনেকটা টেলিফোন এক্সচেঞ্জের মতো। এর মধ্যে এমন প্রযুক্তি রয়েছে যা বিদেশের কোনও ফোন নম্বরকে লোকাল বা ভারতীয় ফোন নম্বর হিসেবে দেখায়।

Cyber Fraud: দেদার জালিয়াতি! সিমবক্স কাণ্ডে বাংলাদেশ সীমান্তে গ্রেফতার আরও এক
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 11:45 PM

জলপাইগুড়ি: সিমবক্স কাণ্ডের শিকড় আরও কত গভীরে? তদন্তে নেমে এবার আন্তর্জাতিক অসাধু চক্রে জড়িত থাকার অভিযোগে এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। সব মিলিয়ে গত দেড় মাসে এই নিয়ে চারজনকে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজন রয়েছে পুলিশের স্ক্যানারে। উল্লেখ্য, গত ১৬ মে জটিয়াকালী বাজারে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে ২১ মে আরও দু’জনকে পাকড়াও করা হয়েছিল। এবার সিমবক্স কাণ্ডে চতুর্থ অভিযুক্তকে ধরল পুলিশ।

উল্লেখ্য, শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার জটিয়াকালী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ কারবার শুরু করেছিল বলে অভিযোগ। মোবাইল ও জেরক্সের দোকানের আড়ালে আন্তর্জাতিক কলকে লোকাল কলে কনভার্ট করে জালিয়াতির এক অসাধু চক্র চালানো হত বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে আসরে নেমেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেরুবাড়ি এলাকায় ফাঁদ পেতেছিলেন পুলিশকর্মীরা। আর সেই ফাঁদেই বৃহস্পতিবার রাতে ধরা পড়ে যায় আব্দুল কাদের।

প্রসঙ্গত, সাইবার জালিয়াতদের দুনিয়ায় এক অন্যতম বহুল ব্যবহৃত ‘অস্ত্র’ হল সিমবক্স। এর আগেও বিভিন্ন সময়ে সাইবার জালিয়াতদের সিমবক্স ব্যবহারের ঘটনা দেখা গিয়েছে। এককথায় এই সিমবক্সের কাজ হল অনেকটা টেলিফোন এক্সচেঞ্জের মতো। এর মধ্যে এমন প্রযুক্তি রয়েছে যা বিদেশের কোনও ফোন নম্বরকে লোকাল বা ভারতীয় ফোন নম্বর হিসেবে দেখায়। অর্থাৎ, বিদেশি কোনও নম্বর থেকে ফোন এলেও, যখন আপনার মোবাইলের স্ক্রিনে সেটি ভেসে উঠবে, তখন সেটি দেখাবে একটি ভারতীয় নম্বর হিসেবে।

চতুর্থ গ্রেফতারির পর অভিযুক্তে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানান, সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ফোন কলকে লোকাল কলে কনভার্ট করার অভিযোগে পুলিশের অভিযান চলছে। এইসব অসাধু ব্যাবসায়ীদের কারণে ভারত সরকারের প্রচুর ট্যারিফ লস হচ্ছিল। আজ আব্দুল কাদের নামে একজনকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত ৫ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।’