Jalpaiguri: গাড়ি থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি, মধ্যরাতের CCTV ফুটেজ এল সামনে
Jalpaiguri: গত বুধবার গভীর রাতে জলপাইগুড়িতে বাজার এলাকায় টহল দিচ্ছিল একটি পুলিশের ভ্যান। রাস্তার মোড়ে একটা সুমো গাড়ি দাঁড় করানো ছিল। সন্দেহভাজন হওয়ায় ওই গাড়িটির দিকে এগোতে থাকে পুলিশের গাড়ি।
জলপাইগুড়ি: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রকাশ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ। TV9 বাংলার হাতে ঘটনার সেই ফুটেজ। বুধবার মাঝরাতে টহল দিচ্ছিল পুলিশ। সে সময়ে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জলপাইগুড়ির সেই ঘটনার মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতে এবার অভিযুক্তদের শনাক্ত করছে পুলিশ। গাড়িটিকেও শনাক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে জলপাইগুড়িতে বাজার এলাকায় টহল দিচ্ছিল একটি পুলিশের ভ্যান। রাস্তার মোড়ে একটা সুমো গাড়ি দাঁড় করানো ছিল। সন্দেহ হওয়ায় ওই গাড়িটির দিকে এগোতে থাকে পুলিশের গাড়ি। তাতে সুমো চালক গাড়ি ছোটান। পুলিশও ধাওয়া করতে থাকে। এরই মধ্যে গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যে মোড়ে ঘটনাটি ঘটেছে, রাস্তার ধারের একটি সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। গাড়িটি ও অভিযুক্তদের শনাক্ত করে খোঁজ চলছে।