Jalpaiguri: স্কুলের বাইরে বিকোচ্ছে আইসক্রিম-আচার, হঠাৎ হানা মহকুমা শাসকের…. আর তাতেই ধরা পড়লেন হাতেনাতে
Jalpaiguri: বমি-পেটখারাপ হতে থাকে বাচ্চাদের। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য দফতরের ফুড সেফটি অফিসার ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালান জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমজিৎ চক্রবর্তী। এদিন টিফিন টাইমে প্রথমে তিনি জলপাইগুড়ি জিলা স্কুলে যান।
জলপাইগুড়ি: আইসক্রিমও বাসি! শুনেছেন? স্কুলের বাইরে বিক্রি হচ্ছিল সেই আইসক্রিম। অভিযোগ পেয়ে অভিযানে প্রশাসন। ফুড সেফটি সংক্রান্ত বিষয়ে স্কুলে স্কুলে অভিযান জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের। বেশ কিছু দিন ধরেই জলপাইগুড়ির একাধিক জায়গা থেকে খবর হচ্ছিল, স্কুলের বাইরে অস্বাস্থ্যকর খাবার বিক্রি হচ্ছে। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে খুদে পড়ুয়ারা।
বমি-পেটখারাপ হতে থাকে বাচ্চাদের। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য দফতরের ফুড সেফটি অফিসার ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালান জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমজিৎ চক্রবর্তী। এদিন টিফিন টাইমে প্রথমে তিনি জলপাইগুড়ি জিলা স্কুলে যান।
আধিকারিকরা দেখতে পান, আইসক্রিম বিক্রি হচ্ছে। তাঁকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ করতেই আইসক্রিম বিক্রেতা স্বীকার করে নেন ‘আইসক্রিম আজকের নয়। আইসক্রিম ও শরবত সবই অনেক দিনের আগের।” এরপর সেখান থেকে নমুনা সংগ্রহ করে আধিকারিকরা। বিক্রেতাকে সতর্ক করা হয়। তাঁকে আইনি নোটিস দেওয়া হবে বলে জানান মহকুমাশাসক। তিনি বলেন, “আমরা চাই সকলেই ব্যবসা করুন। আমাদের স্কুলের বাচ্চাগুলো তো স্কুল থেকে বেরিয়ে কিছু না কিছু খায়। সেগুলো খেয়ে পেটের সমস্যা হচ্ছে। সেই কারণেই এই অভিযান।”