Jalpaiguri TMC: এবার দলের নেতাকেই বহিষ্কারের দাবি লাগাতার বিক্ষোভ যুব তৃণমূলের!

Jalpaiguri: ডুয়ার্সের গয়েরকাটার মধুবনি পার্কের ঘটনা। জানা গিয়েছে, এদিন বানারহাট ব্লক তৃণমূল মাদার কমিটির বিভিন্ন বিষয় নিয়ে ডাকা বৈঠকে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল।

Jalpaiguri TMC: এবার দলের নেতাকেই বহিষ্কারের দাবি লাগাতার বিক্ষোভ যুব তৃণমূলের!
তৃণমূলের বিক্ষোভ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 10:25 AM

জলপাইগুড়ি: থামছেই না শাসকদলের গোষ্ঠী কোন্দল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও জেলায়-জেলায় তৃণমূল নেতাদের একাংশের তোলাবাজি অব্যাহত। টিভি ৯ বাংলায় সেই খবর সম্প্রচার হওয়ার পর তৃণমূলের ব্লক সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান যুব তৃণমূলের একাংশ।

ডুয়ার্সের গয়েরকাটার মধুবনি পার্কের ঘটনা। জানা গিয়েছে, এদিন বানারহাট ব্লক তৃণমূল মাদার কমিটির বিভিন্ন বিষয় নিয়ে ডাকা বৈঠকে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। সেই মিটিং-এ তৃণমূল যুব কংগ্রেস ও বিভিন্ন শাখা সংগঠন থেকে নেতা কর্মীরা এসে সেখানে হাজির হন। অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে দলীয়ভাবে পদক্ষেপ করার দাবি তোলা হয়। এরপর বাইরে অভিযুক্ত দুই নেতাকে বহিষ্কারের দাবিতে চলে যুব তৃণমূলের স্লোগান।

বস্তুত, সম্প্রতি সাঁকোয়াঝোরা-১ তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতির সঙ্গে এক ঠিকাদারের একটি সেতুর তৈরির জন্য ট্যাক্স চাওয়ার বচসার অডিও ভাইরাল হয়। সেই অডিওতে ঠিকাদারের কাছ থেকে টাকা দাবি করার পিছনে নাম জড়ায় আরও কয়েকজন তৃণমূল নেতার। সেই ভাইরাল অডিও টিভি৯ বাংলাতে প্রকাশিত হওয়ার পরও অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

যুব তৃণমূলের সাঁকোয়াঝোরা-১ অঞ্চল কমিটির সহ সভাপতি সাহিরুল ইসলাম জানান, “সম্প্রতি মিডিয়ায় আমাদের এলাকার কিছু নেতা সেতুর কাজ বাবদ টাকা দাবি করার অডিও প্রকাশিত হয়। এই নেতাদের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ আমরা আগেও ব্লক নেতৃত্বকে জানিয়েছিলাম। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ব্লক কমিটি, অথচ পথে-ঘাটে আমাদের ওদের জন্য কথা শুনতে হচ্ছে। তাই বাধ্য হয়েই ওই অভিযুক্ত নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখালাম।”

আরও পড়ুন: Fake Death Certificate: সম্পত্তি হাতাতে ‘জীবিত’ বৃদ্ধাকে মেরেই ফেললেন প্রতিবেশী!

আরও পড়ুন: jalpaiguri Crime: যেন সিনেমা, বৃদ্ধার সঙ্গে লুকোচুরি খেলে মাত্র ৬ মিনিটেই সব ‘হাফিস’ করল চোর