Jalpaiguri: আবারও জঙ্গলের ধার থেকে উদ্ধার ছ’টি সাইকেল! মিলল বিপুল পরিমাণে চোরাই কাঠ
Dooars: ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়ক থেকে উদ্ধার করা হয় জ্বালানি কাঠ-সহ ওই সাইকেলগুলি।
জলপাইগুড়ি: সবুজে ঘেরা ডুয়ার্সের বনাঞ্চল থেকে ক্রমেই বাড়ছে কাঠ পাচারের ঘটনা। একাধিক অভিযোগ জমা পড়েছে বন দফতরের কাছেও। বিশেষ করে শাল, সেগুন কাঠের চুরি বাড়ছে। তাই এবার আরও তৎপর সংশ্লিষ্ট দফতর। শাল কাঠ পাচার আটকাতে অভিযান চালালো মরাঘাট রেঞ্জের আধিকারিকরা।
শনিবার সকালে মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযান চলে। উদ্ধার করা হয় মূল্যবান জ্বালানি কাঠ-সহ ছ’টি সাইকেল। এদিন মরাঘাট রেঞ্জের বনকর্মীরা চোরাই কাঠ উদ্ধার করতে অভিযানে নামেন। ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়ক থেকে উদ্ধার করা হয় জ্বালানি কাঠ-সহ ওই সাইকেলগুলি।
বন দফতরের কাছে খবর ছিল খুট্টিমারি, গোসাইরহাট জঙ্গল-সহ নাথুয়াহাট রেঞ্জের জঙ্গল থেকে মূল্যবান শাল গাছ দিনে এবং রাতের অন্ধকারে কেটে সেগুলোকে সাইকেলে করে ধূপগুড়ি শহরে নিয়ে যাওয়া হয়। সেখানেই জ্বালানির কাঠ হিসাবে চড়া দামে বিক্রি করা হয়।
উল্লেখ্য এর আগেও এই অভিযোগ ওঠে। খবর পেয়ে বেশ কয়েকবার অভিযানও চালানো হয়েছিল। তারপর জ্বালানি কাঠ পাচার আংশিক সময়ের জন্য বন্ধও হয়ে যায়। কিন্তু ইদানিং আবার সেই জ্বালানি কাঠ পাচারের অভিযোগ যেতে শুরু করে বনদফতরের কাছে।
মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন,”শহরের বুকে জ্বালানি কাঠের চাহিদা রয়েছে। তবে মানুষকে সচেতন হতে হবে। তাঁরা যেন জঙ্গলের কাঠ ব্যবহার না করেন। প্রয়োজনে মিল থেকে বৈধ জ্বালানি কাঠ ব্যবহার করতে পারেন। শনিবার এখনও পর্যন্ত জ্বালানি কাঠ-সহ ছ’টি সাইকেল উদ্ধার করা হয়েছে। আজ অভিযান চলবে।”
এ প্রসঙ্গে ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সম্পাদক শুভাশিস ঘোষ বলেন, “মূল্যবান গাছ রাতের অন্ধকারে এবং দিনের বেলা কেটে সেগুলিকে পাচার করা হয় নিয়মিতভাবেই। তবে এখন বনদফতরের কর্মীরা খবর সম্প্রচার হওয়ার পর কিছুটা সক্রিয় হয়েছেন। চোরাই কাঠ পাচার কিংবা বিক্রি সম্পূর্ণ ভাবে বন্ধ করা প্রয়োজন। তা না হলে বন্যপ্রাণীরা জঙ্গলে থাকবে না। লোকালয়ে বেরিয়ে আসার ঘটনা বাড়বে। আর এর ফলে মানুষের সঙ্গে বন্যপ্রাণের সংঘাতও দিনকে দিন বেড়েই চলবে।”
সম্প্রতি চালসা রেঞ্জ এলাকা থেকে সেগুন কাঠ উদ্ধার করে বনকর্মীরা। রাতের অন্ধকারকে হাতিয়ার করে অবৈধভাবে পাচার হচ্ছিল সেগুন কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল অঙ্কের সেই কাঠ উদ্ধার করা হয়। ভোরের দিকে কয়েকটি সাইকেলে চাপিয়ে সেগুন কাঠ পাচার করার পরিকল্পনা করেছিল কাঠ মাফিয়ারা।
জঙ্গল থেকে জাতীয় সড়ক ধরে সেগুলি নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে এই ঘটনার খবর পান বন বিভাগের কর্মীরা। এরপরই চালসা রেঞ্জের বিট অফিসার মনুয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা খরিয়ার বন্দর জঙ্গলের মাঝে জাতীয় সড়কের একটি জায়গায় চোরা কারবারিদের জন্য লুকিয়ে অপেক্ষা করতে থাকেন। ভোর প্রায় পৌনে পাঁচটা নাগাদ বনকর্মীদের নজরে আসে কাঠ মাফিয়ারা বেশ কয়েকটি সাইকেলে করে নিয়ে যাচ্ছেন সেগুন কাঠ। কারবারীদের ধরতে পিছন দিক থেকে ধাওয়া করেন বনকর্মীরা। তারা পালিয়ে গেলেও কাঠগুলি উদ্ধার হয়।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘খেলা হবে’ গেঞ্জি পরে ইকোপার্কে তৃণমূল নেতা, দিলীপ বললেন, ‘ত্রিপুরা কাপ’ হবে