Jalpaiguri Wrong Vaccine: ‘সকালে ভ্যাকসিন, রাতে শিশুর নাক দিয়ে ফ্যান-রক্ত’, তিন মাসের শিশুর মৃত্যু ঘিরে রহস্য

Jalpaiguri Wrong Vaccine: তিন মাস বয়সী পুত্র সন্তানকে বৃহস্পতিবার দুপুরের স্থানীয় এক সাব সেন্টারে ভ্যাকসিন দিতে নিয়ে যান পরিবারের সদস্যরা।

Jalpaiguri Wrong Vaccine: 'সকালে ভ্যাকসিন, রাতে শিশুর নাক দিয়ে ফ্যান-রক্ত', তিন মাসের শিশুর মৃত্যু ঘিরে রহস্য
শিশুকে ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 11:43 AM

জলপাইগুড়ি: ভ্যাকসিন দেওয়ার পরই অসুস্থ শিশু। তারপর বাড়িতে মৃত্যু। এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারির বাসিন্দা প্রসেনজিৎ রায় ও শ্রাবণী রায়। তার তিন মাস বয়সী পুত্র সন্তানকে বৃহস্পতিবার দুপুরের স্থানীয় এক সাব সেন্টারে ভ্যাকসিন দিতে নিয়ে যান পরিবারের সদস্যরা।

ঠিক কী ঘটেছিল?

ঝাড়ালতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য খট্টিমারি এলাকায় সাব সেন্টারে বৃহস্পতিবার দুপুর দুটোর সময় শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়। অন্যান্য শিশুদের মতো সাড়ে তিন মাসের ভ্যাকসিন দেওয়ার জন্য শ্রাবণী তাঁর ছেলেকে নিয়ে পাশ্ববর্তী মহামায়া সাব সেন্টারে যান। সেখানে তাকে আড়াই মাস বয়সী বাচ্চাদের দেওয়ার টিকা দেওয়া হয় তার শিশুকে। ওপিডি-২, পেন্টা-২ এবং রোটা -২ সেটা দেওয়া হয় বলে দাবি পরিবারের।

আড়াই মাসের শিশুর ভ্যাকসিন দেওয়া হল তিন মাসের শিশুকে

যদিও সরকারি নিয়ম অনুযায়ী, সাড়ে তিন মাস বয়সী শিশুদের ক্ষেত্রে দেওয়ার কথা ও পি ডি-৩, পেন্টা-৩, রোটা- ৩, পি সি ভি -২ এবং আই পি ভি -২ ভ্যাকসিন। শিশু টিকে ভ্যাকসিন দিয়ে ফিরে আসার পর থেকেই সন্ধ্যায় জ্বর আসে ধ্রুবর।

‘নাক দিয়ে ফ্যানা বের হয় শিশুটির’

সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর জ্বর হয়, তাই সেরকম কিছু ভাবেনি ধ্রুবর বাবা-মা। রাত ১২ টা পর্যন্ত ঠিকঠাক ছিল ধ্রুব। কিন্তু ভোর চারটা নাগাদ দেখা যায় ধ্রুবর নাক দিয়ে ফ্যানা জাতীয় কিছু একটা বের হচ্ছিল। এমনকি রক্তও বের হয় বলে পরিবারের দাবি।

ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ

এরপর তড়িঘড়ি শিশুকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধ্রুবর বাবা-সহ পরিবারের সদস্যদের দাবি, ভ্যাকসিনের কারণেই মৃত্যু হয়েছে ধ্রুবর। মাত্র তিন মাস উনিশ দিন বয়স ধ্রুবর। পরিবারের অভিযোগ, ভুল ভ্যাকসিন দেওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সাব সেন্টার কর্তৃপক্ষের দাবি, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্বাস্থ্য দফতর কী বলছে?

মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদড় হাসপাতাল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে পুলিশ। যদিও স্বাস্থ্য দফতরের দাবি, পোলিও ভ্যাকসিন খাওয়ানো অথবা ইনঞ্জেকশন দেওয়ার কারণে কোনও শিশুর মৃত্যু হতে পারে না। ময়নাতদন্ত হলেই বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি তাঁর।