Jalpaiguri: বনকর্মীদের ‘গুলি’তে মৃত ১, বানারহাটে উত্তেজনা

Jalpaiguri: সেই সময়ে বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন বন কর্মীরা। কিন্তু তাঁদের ডাক অগ্রাহ্য করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। বনকর্মীদের ওপরেই পাচারকারীরা পাল্টা চড়াও হন বলে অভিযোগ বন দফতরের।

Jalpaiguri: বনকর্মীদের 'গুলি'তে মৃত ১, বানারহাটে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 3:49 PM

বানারহাট: বনকর্মীদের ‘গুলি’তে মৃত এক। নিহত ব্যক্তি কাঠ পাচারকারি বলে বনদফতরের তরফে দাবি করা হয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা বানারহাটের গয়েরকাটা মোরাঘাট রেঞ্জে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মোরাঘাট রেঞ্জে এসএমজি ২ ( SMG 2) কম্পার্টমেন্ট জঙ্গলের ভেতর থেকে শাল গাছ কেটে পাচার করা হচ্ছিল। কয়েকজন ব্যক্তি সাইকেলে গাছের কাঠ পাচার করছিলেন বলে অভিযোগ। মৃতের নাম জিতেন্দ্র রাভা।

সেই সময়ে বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন বন কর্মীরা। কিন্তু তাঁদের ডাক অগ্রাহ্য করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। বনকর্মীদের ওপরেই পাচারকারীরা পাল্টা চড়াও হন বলে অভিযোগ বন দফতরের।

বনদফতরের দাবি, তখনই বন কর্মীরা শূন্যে গুলি চালায়। যদিও গ্রাম বাসীদের দাবি, বন কর্মীদের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জড়ো হন গ্রামবাসীরা। বনকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। গ্রামবাসীদের বক্তব্য, মৃত যুবক জ্বালানির কাঠ আনতে গিয়েছিলেন। তিনি কোনও কাঠ পাচারকারি নন বলে দাবি পরিবার ও গ্রামবাসীদের।

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ সুপার ( গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া, ডি এস পি ক্রাইম বিক্রমজিত লামা-সহ ধূপগুড়ি থানা, বানারহাট থানার পুলিশ ও বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ। আপাতত মৃতদেহের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। এলাকায় উত্তেজনা রয়েছে। খুট্টি মারি বিট অফিসে পুলিশ পিকেট বসেছে।

বনদফতরের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি সাইকেল এবং শাল গাছের লক। এলাকায় উত্তেজনা রয়েছে।