Jeevan Singh: শান্তির পথে হাঁটতে চেয়ে ‘ভয়েস বার্তা’ পাঠালেন জীবন
Jeevan Singh: মুখ্যমন্ত্রীকে শান্তি বার্তার কথা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার অনুরোধ করলেন। শান্তিবার্তার দূত হিসেবে ৫ জন মধ্যস্থতাকারীর নাম জানিয়েছেন তিনি।
জলপাইগুড়ি: হেমন্ত বিশ্বশর্মার উদ্দ্যেশে ভয়েস ম্যাসেজ পাঠালেন কেএলও চিফ। এবার ‘যুদ্ধ নয়, শান্তি’ আলোচনায় বসতে চেয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উদ্দ্যেশে ভয়েস ম্যাসেজ পাঠালেন নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী কেএলও-র চিফ জীবন সিংহ। ১ মিনিট ১০ সেকেন্ডের এই অডিও বার্তায় জীবন সিংহ অসমের মুখ্যমন্ত্রীকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাই জীবনের সঙ্গে পুরো শান্তি প্রক্রিয়া চালাচ্ছেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীকে শান্তি বার্তার কথা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার অনুরোধ করলেন। শান্তিবার্তার দূত হিসেবে ৫ জন মধ্যস্থতাকারীর নাম জানিয়েছেন তিনি। তাঁরা হলেন বিশ্বজিৎ রায়, যিনি প্রাক্তন সভাপতি আক্রাসু, সাধারন সম্পাদক কোচ রাজবংশী জাতীয় পরিষদ। হৰ্ষবৰ্দ্ধন বাৰ্মা, তিনি কেএলও-র প্ৰাক্তন উপাধ্যক্ষ। টম অধিকারী, তিনি কেএলও-র প্ৰাক্তন উপ সেনাধ্যক্ষ, মালখান সিংহ,কেএলও-র প্ৰাক্তন উপ সেনাধ্যক্ষ, অসমের দেবজিৎ সিংহ। উল্লেখ্য, ওই অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি TV9বাংলা।
তবে একটি বিষয় উল্লেখ্য, একদিকে জীবন যেন শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে সহমত, তেমনি রাজ্যের শাসক দলের নেতাদের এলাকাছাড়া করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। কেএলও প্রধান জীবন সিংহের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল অবশ্য অভিযোগ করছে, উত্তরবঙ্গে অশান্তি ছড়াতে জীবন সিংকে কাজে লাগাতে চাইছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এলাকায় যেন তেন প্রকারেণ শান্তি ফেরানোই লক্ষ্য বিজেপির।