Leopard: মধ্যরাত থেকে শোনা যাচ্ছিল গর্জন, ভোরে চা বাগানে পা রাখতেই…

Leopard: গত কয়েক মাস ধরেই  চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। মাঝেমধ্যেই খাবারে খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছিল চিতাবাঘ।  ইদানীং তা ঘনঘন হচ্ছিল। আতঙ্কে গৃহবন্দি থাকছিলেন বনকর্মীরা। বিষয়টি বনদফতরকে জানিয়েছিলেন চা বাগানের শ্রমিকরা।

Leopard: মধ্যরাত থেকে শোনা যাচ্ছিল গর্জন, ভোরে চা বাগানে পা রাখতেই...
খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 11:52 AM

জলপাইগুড়ি: মাঝ রাত থেকেই গর্জন শুনতে পাচ্ছিলেন চা বাগানের শ্রমিকরা। কিন্তু সাহস করে তাঁরা আর তখন বাড়ি থেকে বের হননি। ভোরে যখন বাগানের পথ ধরেছিলেন, তখনই দেখেন চা পাতার মধ্যে রয়েছে একটা বিশাল খাঁচা। আর তার মধ্যেই বসে হুঙ্কার দিচ্ছে চিতা বাঘ। চা বাগান থেকে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই  চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। মাঝেমধ্যেই খাবারে খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছিল চিতাবাঘ।  ইদানীং তা ঘনঘন হচ্ছিল। আতঙ্কে গৃহবন্দি থাকছিলেন বনকর্মীরা। বিষয়টি বনদফতরকে জানিয়েছিলেন চা বাগানের শ্রমিকরা।

বনদফতরের তরফেও বিষয়টি তৎপরতার সঙ্গে দেখা হয়। চা বাগানের মাঝেই একটি খাঁচা পাতা হয়। রাখা হয় টোপও। বৃহস্পতিবার ভোরে  চা বাগানের শ্রমিকরা যখন বাগানে কাজ করতে যাচ্ছিলেন, তখন চিতা বাঘের গর্জন শুনে আতঙ্কিত হয়ে পড়েন।এরপর আস্তে আস্তে তাঁরা বাগানের ভিতর ঢুকে দেখেন  খাঁচায় পূর্ণবয়স্ক চিতাবাঘটি ধরা পড়েছে। খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় বনদফতরকে। চিতাবাঘটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করে জঙ্গলের ভিতরে গিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।