Jalpaiguri: মাসি বকা দিতেই বাড়ি ছেড়ে সোজা স্টেশনে, তারপর যা হল ক্লাস টেনের মেয়েটার সঙ্গে…
Jalpaiguri: নাবালিকার থেকে বাড়ির ঠিকানা নিয়ে তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলে নাবালিকাকে অনুভব হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেন রেল পুলিশের আধিকারিকেরা।
জলপাইগুড়ি: বকা দিয়েছিল মাসি। তাতেই রাগ করে ঘর ছেড়েছিল ক্লাস টেনের মেয়েটা। সোজা চলে আসে জলপাইগুড়ি রোড স্টেশনে। এদিকে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে ততক্ষণে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। মঙ্গলবার বিকাল থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে ওই সময়ই আবার স্টেশন চত্বরে এক নাবালিকাকে সন্দেহজনেকভাবে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ। তার আচরণ অস্বাভাবিক লাগায় তাঁকে আটক করে জলপাইগুড়ি রোড স্টেশনে নিয়ে আসেন কর্তব্যরত রেল পুলিশ কর্মীরা। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
পুলিশ জানতে পারে নাবালিকার বাড়ি স্থানীয় শান্তি পাড়া সংলগ্ন এলাকায়। নাবালিকার থেকে বাড়ির ঠিকানা নিয়ে তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলে নাবালিকাকে অনুভব হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেন রেল পুলিশের আধিকারিকেরা।
ঘটনায় RPF আধিকারিক রুনু বর্মন বলেন, নাবালিকা মেয়েটি একা একা প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল। তার আচরণ অস্বাভাবিক লাগায় আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। এরপর মেয়েটি আমাদের বলে তার বাবা মা কেউ নেই। সে মাসির বাড়িতে থেকে পড়াশোনা করছে। মাসির সঙ্গে তার ঝামেলা হওয়ায় বাড়ি ছেড়ে চলে এসেছে। এখানে এসে সে আশপাশে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টায় ছিল। বাড়িতে বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে জীবন চালাবে বলে ঠিক করেছিল। আমরা তার বাড়ির লোকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছি। এরপরই মেয়েটিকে অনুভব হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।