Student Protest: ভর্তির সিট নেই, প্রতিবাদে বাবা-মায়ের সঙ্গে পথ অবরোধে সামিল খুদেরাও

Jalpaiguri: চতুর্থ শ্রেণী উত্তীর্ণ হয়েছে ২৪৮ জন ছাত্র।

Student Protest: ভর্তির সিট নেই, প্রতিবাদে বাবা-মায়ের সঙ্গে পথ অবরোধে সামিল খুদেরাও
পথ অবরোধে অভিভাবকরা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2022 | 8:41 PM

জলপাইগুড়ি: পরীক্ষা হয়েছে। যথেষ্ঠ পরিশ্রম করে পাশও করেছে ওরা। কিন্তু কই নতুন ক্লাসে তো ভর্তি নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ! অপেক্ষা করে করে রীতিমত রেগে গেল কচিকাচারা। শুধু কী পড়ুয়ারা? তাদের সঙ্গে সামিল হয়েছেন তাঁদের অভিভাবকরাও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

চতুর্থ শ্রেণীর পাশ করার পর একই স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তী নিচ্ছে না সমস্ত ছাত্রদের। প্রতিবাদে খুদে পড়ুয়াদের নিয়ে পথ অবরোধ করলো ক্ষুব্ধ অভিভাবকরা।

সোমবার দুপুরে জলপাইগুড়ির বড় পোস্ট অফিস মোড়ের রাস্তা অবরোধ করে জলপাইগুড়ি ফনীন্দ্রদেব বিদ্যালয়ের প্রাইমারি বিভাগে পাঠরত পড়ুয়াদের অভিভাবকরা। অবরোধের কারণে শহরের ব্যস্ত সময়ে রাস্তা যানজটের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আন্দোলনকারীদের দাবি, ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে তাদের সন্তানরা। চতুর্থ শ্রেণী উত্তীর্ণও হয়েছে ২৪৮ জন ছাত্র। কিন্তু এবার ফনীন্দ্রদেব হাইস্কুলে একশো জনের বেশি পড়ুয়া ভর্তি নেওয়া হবে না। এদিকে বিপত্তি! সব স্কুলে ভর্তির দিন পার হয়ে গিয়েছে। তাই বাকি ১৪৮ জন ছাত্রের কী হবে? কোথায় ভর্তি হবে তাঁরা। সন্তানদের কি স্কুলে ভর্তী হওয়া হবে না? এই ভেবেই রাতের ঘুম উড়েছে অভিভাবকদের। তাই সবাইকে এই স্কুলেই ভর্তি নিতে হবে বলে জানান অভিভাবকেরা।

ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু বলেন,  “প্রাইমারি বিভাগ থেকে আমাকে ২৪৮ জনের লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু আমার পক্ষে এতজন ছাত্র ভর্তি নেওয়া সম্ভব নয়। বিষয়টি আমি ডিআইকে জানিয়েছি। তার নির্দেশ অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ করব।” যদিও, পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: Workers injured: বাড়ি নির্মাণের সময় বিপত্তি! হঠাৎ মাটির দেওয়া ধসে পড়ায় গুরুতর আহত ৩ শ্রমিক

আরও পড়ুন: BJP MLA: ফের অস্বস্তিতে গেরুয়া শিবির, ফেসবুকে ‘জয় শ্রীরাম’ লিখে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি ঘোষণা বিজেপি বিধায়কের!