KLO: ‘৫ লক্ষ টাকা না দিলে দেখে নেওয়া হবে’, কেএলও-র নামে হুমকি চিঠি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে

KLO: চিঠিতে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সেই টাকা না দিলে ওই ব্যবসায়ীর ছেলে এবং মেয়েকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

KLO: ‘৫ লক্ষ টাকা না দিলে দেখে নেওয়া হবে’, কেএলও-র নামে হুমকি চিঠি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2022 | 9:58 AM

ধূপগুড়ি: কেএলও-র নামে ৫ লক্ষ টাকা দাবি করে চিঠি ধূপগুড়ির (Dhupguri) ব্যবসায়ীকে।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। এতদিন ভিডিয়ো বার্তায় হুমকি দিতে দেখা গেছে কেএলও-কে(KLO)। এবার এক ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে এল চিঠি। সন্দেহ করা হচ্ছে কেএলও তরফেই ওই চিঠি পাঠানো হয়েছে। ধূপগুড়ির (Dhupguri) ১২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা রঞ্জিত বিশ্বাসের কাছে এসেছে এই চিঠি। তিনি পেশায়  বস্ত্র ব্যবসায়ী। সূত্রের খবর, পাঁচ লক্ষ টাকা চেয়ে তাঁর বাড়ির সামনে কেউ বা কারা হুমকি চিঠি ঝুলিয়ে দিয়ে গিয়েছে। এ খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সূত্রের খবর, চিঠিতে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সেই টাকা না দিলে ওই ব্যবসায়ীর ছেলে এবং মেয়েকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। চিঠিতে কেএলও’র নাম করে একটি অস্পষ্ট সিলও রয়েছে নীল কালির। এই চিঠিই সুতো দিয়ে বেঁধে রাখা ছিল বাড়ির সামনে। এদিকে পুলিশে খবর যেতেই সোমবার রাত থেকে পাহাড়ার ব্যবস্থা করা হয় বাড়ির সামনে। এলাকায় চলছে পুলিশি টহলদারি। ওয়ার্ড কাউন্সিলর মুনমুন বসু মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীদের বাড়িতে যান। তাঁদের অভয়ও দেন। তবে এ বিষয়ে তাঁকে ফোন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। 

তবে প্রকৃতই এটা কেএলও’র চিঠি নাকি অন্য কেউ কেএলও’র নাম করে এই কান্ড ঘটিয়েছে, তা স্পষ্ট নয় পুলিশের কাছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার তদন্ত। তবে এর আগে কেএলও-র একাধিক হুমকি ভিডিয়োতে এমনিতেই চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা উত্তরবঙ্গে। কখনও আলিপুরদুয়ার, কখনও মালদা, কখনও জলপাইগুড়ি বারংবার হুমকির খবর প্রকাশ্যে এসেছে। এ দিনের, ঘটনাও ব্যাতিক্রম নয়। ইতিমধ্যে থানায় জমা রয়েছে চিঠি। যা নিয়ে জোরদার চর্চা চলছে ধূপগুড়িজুড়ে।

যদিও, নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কেএলও-র দাবি তাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই এই সকল অপপ্রচার চালানো হচ্ছে।