Jalpaiguri: ভিখারির বাড়িতে চুরি করেই হাজার হাজার টাকার মালিক হয়ে গেল চোর, লুঠ ‘মূল্যবান সম্পদও’

Jalpaiguri: জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগর এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ ও মীনা দেবী। জন্মান্ধ এই দুই ভাই-বোন এক সঙ্গেই থাকেন। তাঁরা খঞ্জনি বাজিয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষে করেন। যা রোজগার হয় তা দিয়ে কোনও ভাবে ভাই-বোনের চলে যায় সংসার। তাঁদেরই বাড়িতে চুরির ঘটনা ঘটনায় তাজ্জ্ব এলাকাবাসী।

Jalpaiguri: ভিখারির বাড়িতে চুরি করেই হাজার হাজার টাকার মালিক হয়ে গেল চোর, লুঠ 'মূল্যবান সম্পদও'
ভিক্ষুক ভাই-বোনের বাড়ি থেকে চুরি Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 1:35 PM

জলপাইগুড়ি: কবিগুরু সেই কবে তাঁর সৃষ্টিতে লিখেছিলেন, ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ সেই কবিতাই যেন সত্যি হল জলপাইগুড়িতে। ভিক্ষা করে যে ভিক্ষুকের দিন গুজরান হয় তাকেও ছাড়ল না চোর। জমানো দশ হাজার টাকা এমনকী অন্ধ ভিক্ষুকের ‘মূল্যবান সম্পদ’ খঞ্জনিটুকুও বাদ গেল না। সেটাও নিয়ে গেল। যা দেখে খোদ এলাকাবাসী মনে করছেন, এই দিন আনা দিন খাওয়া মানুষ দুটো শেষ সম্বলটুকু চুরি করে কি খুব বড়লোক হয়ে গেল চোর? ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও ( দুপুর ১২টা)  তদন্ত আসেনি পুলিশ।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগর এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ ও মীনা দেবী। জন্মান্ধ এই দুই ভাই-বোন এক সঙ্গেই থাকেন। তাঁরা খঞ্জনি বাজিয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষে করেন। যা রোজগার হয় তা দিয়ে কোনও ভাবে ভাই-বোনের চলে যায় সংসার। তাঁদেরই বাড়িতে চুরির ঘটনা ঘটনায় তাজ্জ্বব এলাকাবাসী।

নিত্যদিনের মতো গত সোমবার সকালে দুই ভাই বোন ভিক্ষা করতে বের হন। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফেরেন। গেটের তালা খুলতে গিয়ে অনুভব করেন গেটের তালা খোলা। তখনই অনুমান করেন সবটা। এরপর উঠোন পেরিয়ে ঘরের দড়জা খুলতে গেলে সেখানেও একই ব্যাপার। দড়জার তালা ভাঙা। বুঝে যান তার বাড়িতে চুরি হয়েছে। প্রতিবেশীদের ডাক দেন। তারা এসে দেখেন ঘর লণ্ডভণ্ড হয়ে আছে।

প্রতিবেশী শম্ভু পাসোয়ান বলেন, “এরা সকালে ভিক্ষে করতে বেরিয়ে যায়। ফিরে এসে দেখে তালা ভাঙা। বাক্স ভাঙা। সব চুরি হয়ে গেছে। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। আমরা চাই পুলিশ আসুক। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।” নারায়ণ দেবনাথ বলেন, “আমরা দুই ভাইবোন মিলে ভিক্ষে করে করি। যা আয় করি তার থেকে কিছু কিছু করে জমিয়ে ১০ হাজার টাকা সঞ্চয় করে বাড়িতেই রাখা ছিল। সেই টাকা চুরি হয়ে গেল। পরে টিনের বাক্স খুলে দেখলাম সেখানে রাখা ছিলো এক জোড়া খঞ্জনি। সেটাও চুরি হয়ে গিয়েছে। এমন ঘটনা আমার সঙ্গে হবে স্বপ্নেও ভাবতে পারিনি। পঞ্চায়েতকে জানিয়েছি। তিনি থানায় অভিযোগ জানাতে বলেন। আমি জানিয়েছি। পুলিশ বলল আমার বাড়ি আসবে। কিন্তু পুলিশ এখনও এলোনা। আমি চাই আমার খোয়া যাওয়া জিনিসপত্র পুলিশ উদ্ধার করে দিক।” এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানিয়েছেন ঘটনার তদন্ত হবে করে দেখা হবে।